Mithun Chakraborty Daughter : মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং যোগিতা বালি (Yogita Bali), বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি সুপারস্টার তারকা জুটি তারা। বেশ কয়েক দশক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। এখন তিন ছেলে এবং এক মেয়েকে নিয়ে তাদের খুবই সুখের সংসার। তবে মিঠুন এবং যোগিতার মেয়ে দিশানি চক্রবর্তী ((Dishani Chakraborty) আদতে তাদের নিজের মেয়েই নন। দিশানিকে দত্তক নিয়েছিলেন তারা। সেই দত্তক কন্যাকে নিয়েই এখন চিন্তায় ঘুম উড়েছে মিঠুনের।
আজ থেকে প্রায় ২০ বছর আগে এক জায়গাতে শুটিং করতে গিয়ে আবর্জনার স্তূপ থেকে ফুটফুটে একটি মেয়েকে কুড়িয়ে পান মিঠুন চক্রবর্তী। সেই মেয়েই হল দিশানী। যাকে মিঠুন এবং তার স্ত্রী মেয়ের মত বড় করে তুলেছেন। মিঠুনের তিন ছেলের চোখের মণি তাদের এই আদরের বোন। সেই মেয়ে আজ যেন ডানাকাটা পরী। তার রূপ দেখলে বলিউড নায়িকারাও লজ্জা পাবে। মিঠুনের মেয়ে দিশানি লস এঞ্জেলস থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করে এসেছেন। শোনা যাচ্ছে তিনি নাকি শীঘ্রই অভিনয় দুনিয়াতে প্রবেশ করবেন। কিন্তু এই আদরের মেয়েকে নিয়েই দুশ্চিন্তায় ঘুম উড়েছে মিঠুন চক্রবর্তীর। সম্প্রতি ডান্স বাংলা ডান্স এর সেটে মেয়ের প্রসঙ্গ উঠতেই তাকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন মিঠুন।
ডান্স বাংলা ডান্সের সাম্প্রতিক এপিসোডে বনগাঁর মেয়ে দিশার সঙ্গে টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর একটি পারফরমেন্স ছিল। যেখানে মা এবং মেয়ে কনকাঞ্জলীর দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন নাচের মাধ্যমে। মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এক মুঠো চাল ছিটিয়ে মায়ের ঋণ শোধ করে দিয়ে যায়। এই আবেগতাড়িত মুহূর্তে চোখে জল ধরে রাখতে পারেননি কেউ। ওই দৃশ্য দেখে মিঠুন চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি বলেন, “মায়ের ঋণ কখনও শোধ করা যায় না।” এরপর শ্রাবন্তী তাকে প্রশ্ন করেন, “এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?” এর উত্তরে মিঠুন তার মেয়ের বিয়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “সেটা যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব।”
মিঠুনের কথা শুনে শ্রাবন্তী চোখে জল ধরে রাখতে পারলেন না। কথা বলতে বলতে মিঠুনের চোখেও জল চলে আসে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন দিশানি। সোশ্যাল মিডিয়ার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। শীঘ্রই নাকি তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। মিঠুনের চার সন্তানের মধ্যে মিমো চক্রবর্তী, নমশী চক্রবর্তী ইতিমধ্যেই অভিনয় জীবনে পা রেখেছেন।