মারণরোগ বাসা বেঁধেছে শরীরে! কেমন আছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী

মারণ রোগ বাসা বেঁধেছে শরীরে। গত বছরের মাঝে মাঝে সময়ই ক্যান্সার ধরা পড়েছিল অভিনেত্রী মিঠু চক্রবর্তীর শরীরে। চলেছিল কেমোথেরাপিও। চিকিৎসার জন্য সাময়িকভাবে অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন তিনি। এখন কেমন আছেন মিঠু চক্রবর্তী? এক বছরে তার শারীরিক পরিস্থিতির কতটা উন্নতি হল?

গত বছরের মাঝামাঝি সময়ে মিঠু চক্রবর্তীর শরীরে স্তন ক্যান্সার ধরা পড়ে। তখন স্টার জলসার হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। অসুস্থতার কারণে তাকে অভিনয় ছেড়ে দিতে হয়েছিল। শরীরে অস্ত্রপচার হয়। গত বছর কালী পূজার সময় যখন সব্যসাচীর গোটা পরিবারের ছবি প্রকাশ্যে আসে তখন মিঠুকে দেখে শিউরে উঠেছিলেন সকলে। ওজন অনেক কমে গিয়েছিল তার। মাথার চুল উঠে গিয়েছিল কেমোর কারণে।

Mithu Chakraborty

বর্তমানে সুস্থ হওয়ার পথে মিঠু। বলতে গেলে এটা তার পুনর্জন্ম। রোগটা একেবারে প্রথম দিকেই ধরা পড়েছিল তার শরীরে। তার ওজন এখন অনেকটা বেড়েছে। কেমো রেডিয়েশন শেষ হয়েছে। এখন টার্গেটের থেরাপির আওতায় রয়েছেন তিনি। আরো কিছুদিন তাকে চিকিৎসার আওতায় থাকতে হবে। খাওয়া-দাওয়া, ঘোরাফেরা সবই করছেন। সেলাই করতে ভালোবাসেন মিঠু। সেসবও করছেন। মিঠুর কথায় ঠিক সময় ধরা পড়লে ক্যান্সার থেকে সেরে ওঠা সম্ভব। কেমোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিকই। কিন্তু তিনি এখন অনেক সুস্থ।

আরও পড়ুন : মামা-ভাগ্নির বিয়ে! বাস্তবে নিজের দিদির মেয়েকেই বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী

Mithu Chakraborty

আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে চিরসখা? বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

সম্প্রতি সব্যসাচী মিঠুর বড় বৌমা ঋদ্ধিমা ঘোষের জন্মদিন ছিল। সেই সময় গোটা পরিবারকে আবারও একই ফ্রেমে পাওয়া যায়। ক্যান্সারকে হারিয়ে আবারও জীবনের মূল স্রোতে ফিরলেন মিঠু।