‘মিঠাই’য়ের মেয়ে ‘মিষ্টি’র নাচ জমজমাট, দেখলে চোখ ফেরাতে পারবেন না

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল দর্শকদের কাছে একটা আবেগের মত। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকে দারুণ ভালবাসেন দর্শকরা। তবে মিঠাই এবং সিদ্ধার্থের ছেলে ও মেয়ে শাক্য ও মিষ্টি যেন এখন দর্শকদের মন জুড়ে রয়েছে। সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছে এই দুই খুদে। জানেন কি শুধু অভিনয় নয়, এদের দুজনেরই আরও নানা প্রতিভা রয়েছে?

সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছেলে শাক্যর চরিত্রে অভিনয় করে যে শিশু অভিনেতা সে হল ধৃতিষ্মান চক্রবর্তী। তার গান শুনে তো মন ভরে যায় নেটিজেনদের। এবার নাচ দেখিয়ে মুগ্ধ করে দিল মিষ্টি ওরফে অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার একটি নাচ। এই ভিডিও দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ।

ANUMEGHA KAHALI MITHAI

লাল রঙের ফ্রক ও একই রঙের স্নিকার্স পরে রাস্তার মাঝে দাঁড়িয়ে দারুণ নাচ নাচলো মিষ্টি এই লাল পরী। জনপ্রিয় হিন্দি গান ‘ইয়ে চাঁদ সা রোশন চেহারা’র সঙ্গে দারুণ এক্সপ্রেশন এবং অঙ্গভঙ্গি করে দুর্দান্ত নাচ নেচেছে ছোট্ট মেয়েটি। গানের প্রতিটি লাইনের সঙ্গে সঙ্গে বদলেছে তার মুখের অভিব্যক্তি। দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।

ইনস্টাগ্রামে এই রিল ভিডিওটি বানিয়ে অনুমেঘার একাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় Trending Reels, Old Songs, Old Is Gold এর মত শব্দ বন্ধনী। নাচের পাশাপাশি তার মিষ্টি হাসির প্রেমে পড়ে গিয়েছেন অনেকে। এতদিন তার অভিনয়ে প্রশংসা তো হয়ে এসেছে অনেক, এবার তার নাচের দক্ষতা দেখিয়েও নজর কাড়লো অনুমেঘা।

anumegha in mithai

অনুমেঘা এর আগের জি বাংলাতে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। সিরিয়ালটি অবশ্য মাত্র কয়েক মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়। কিন্তু অনুমেঘার অভিনয় নজর কেড়েছিল। এবার মিঠাই সিরিয়ালে অভিনয় করার সুবাদে তার জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

anumegha kahali

মিঠাইয়ের ফিরে আসা এবং মিষ্টিকে নিয়ে এখন মিঠাইয়ের গল্প দুর্দান্ত গতিতে এগোচ্ছে। মিঠাই ফিরে আসতেই সিরিয়ালের টিআরপি দ্রুত গতিতে বাড়ছে। বিপরীতে স্টার জলসায় বালি ঝড়ের মত সিরিয়াল থাকতেও টিআরপি নিয়ে চিন্তা করতে হচ্ছে না মিঠাইকে। দর্শকরা এখন অপেক্ষা করছেন মিঠাইয়ের স্মৃতি আবার কবে ফিরে আসবে সেই দিনটার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)