মিঠাই (Mithai) ধারাবাহিকে অভিনয় করার সুবাদে ধৃতিষ্মান চক্রবর্তীকে (Dhritishman Chakraborty) আজ বাংলা টেলিভিশনের অনুরাগীরা সকলেই চেনেন। তবে বাংলা সিরিয়ালে পা রাখার অনেক আগে থেকেই স্যোশাল মিডিয়ার বাসিন্দাদের সঙ্গে তার পরিচয় রয়েছে। কারণ অভিনেতা হয়ে ওঠার আগে এই শিশুশিল্পী গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে খুব ছোটতেই।
খুব ছোট বয়সেই একাধিক ভাষায় গান রপ্ত করে ফেলেছে মিঠাইয়ের ছেলে শাক্য। মাত্র তিন বছর বয়সে সাতটি আলাদা আলাদা ভাষায় গান গেয়ে রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছিল এই শিশু অভিনেতা। তার গানের সুরে মুগ্ধ গোটা সোশ্যাল মিডিয়া। ব্যস্ততম শুটিং শিডিউলের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই গানের চর্চা করতে বসে সে। আরও একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তার গাওয়া গানের ভিডিও।
ধৃতিষ্মান মাত্র ১১ মাস বয়স থেকেই গান গাইতে পারে। ছোট থেকেই সে তার মায়ের কাছে গান শেখে। পাঁচ বছর বয়সের মধ্যে গানটাকে ভালভাবে রপ্ত করে ফেলেছে সে। তাকে ভারতবর্ষ সরকারের তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে। ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার হিসেবে এই পুরস্কার পেয়েছিল সে। এই বয়সেই ইউটিউব এবং ফেসবুকে আলাদা করে তার পরিচিতি গড়ে উঠেছে।
মিঠাই সিরিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ইনস্টাগ্রামে ছোট্ট এই অভিনেতার ফ্যান ফলোয়ার্স ক্রমে বাড়ছে। বর্তমানে ৮৭০০ জন এই খুদে গায়ক তথা অভিনেতাকে অনুসরণ করছেন। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই তার গাওয়া বিভিন্ন গানের ভিডিও শেয়ার করা হয় তার প্রোফাইল থেকে। এবার ‘কাছের মানুষ’ সিনেমার জনপ্রিয় বাংলা গান ‘চুম্বক মন’ গেয়ে সকলকে মুগ্ধ করে দিল সে।
খালি গলার পাশাপাশি গিটারের সঙ্গেও গান গেয়ে শোনায় ধৃতিষ্মান। এবার যেমন গিটারের সঙ্গে তার মিষ্টি গলার গান শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছে। প্রায় নয় হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে বহুবার শেয়ার করা হয়েছে এই ভিডিও। সেই সঙ্গে মিঠাইয়ের ছোট্ট শাক্যর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।
মিঠাই সিরিয়ালের সেটেও মাঝে মধ্যে মিডিয়ার সামনে গান শুনিয়েছে ছোট্ট ধৃতিষ্মান। এই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ ওরফে আদৃত রায় নিজেও অনেক ভাল গান করেন। তারা দুজনে মিলে একদিন গান শুনিয়েছিলেন মিডিয়াতে। বাংলা সিরিয়ালের নবাগত শিশু শিল্পী হিসেবে এরই মধ্যে বেশ সুনাম পেয়েছে ছোট্ট ধৃতিষ্মান।
View this post on Instagram