মিঠিই আসলে মিঠাই! অবশেষে নিজের মুখেই সত্যিটা স্বীকার করলেন নায়িকা, চমকে দিল প্রোমো

মিঠিই মিঠাই, অবশেষে সত্যিটা ফাঁস করে দিলেন নায়িকা, মিঠাই নিয়ে এল বড় আপডেট

Mitahi Serial New Promo On Air Mithi Revealed Her Identity To Aditya Agarwal

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল নিয়ে গত দুই মাস ধরে দর্শকদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে যার উত্তর এখনও পাওয়া যায়নি। এর মধ্যে সব থেকে বড় প্রশ্নটা হল মিঠি আসলে কে? সে কি সত্যিই মিঠাই নাকি অন্য কেউ? মিঠির পরিচয় নিয়ে দর্শকরা অনুমানের উপর ভিত্তি করে দুটি দলে ভাগ হয়ে গিয়েছেন। কেউ বলছেন মিঠি আসলে মিঠাই, কেউ বলছেন মিঠি অন্য কেউ।

তবে এবার সমস্ত জল্পনার হল অবসান। মিঠি আসলে কে সেই পরিচয় নিজেই সম্প্রতি দিয়েছে সে। মিঠাই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা জানেন আদিত্য আগরওয়ালের ষড়যন্ত্রে শাক্য এবং মিঠিকে কিডন্যাপ করা হয়েছে। এই বিপদের মধ্যেও মিঠি নিজেকে নিয়ে চিন্তিত নয়। সে শাক্যর কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ছে।

মিঠির এমন অবস্থা দেখে যে মাসি তাকে খাবার দিতে আসে তিনি বলে বসেন ‘তোমার মধ্যে বাচ্চাটার জন্য যে টান দেখতে পাচ্ছি তাতে তোমাকেই ওর মা বলে মনে হচ্ছে।’ সত্যি সত্যিই মিঠির এন্ট্রির সঙ্গে সঙ্গে দর্শকরা এই বিষয়টি লক্ষ্য করেছেন। একটা বাইরের মেয়ের অন্যের সন্তানের জন্য এতটা টান সন্দেহ বাড়িয়ে দেয়। অবশেষে জানা গেল শাক্যর প্রতি কেন মিঠির এত টান।

সম্প্রতি মিঠাই সিরিয়ালের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে টিভিতে। সেখানে দেখা যাচ্ছে মিঠি অথবা শাক্য এখনও কিডন্যাপারদের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেনি। মিঠি অবশ্য বহুবার বহুভাবে কিডন্যাপারদের চোখে ধুলো দিয়ে বেরোনোর চেষ্টা করেছে। তবে কোনও না কোনওভাবে সে ধরা পড়ে গিয়েছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে আদিত্য আগারওয়াল এসে মিঠির মাথায় বন্দুক ধরে।

আদিত্য আগারওয়াল মিঠিকে ভয় দেখিয়ে প্রশ্ন করে, “বলো তোমার আসল পরিচয় কী?” এরপর মিঠি চিৎকার করে বলে ওঠে, “আমি মিঠাই।” নতুন এই প্রোমো দেখে দর্শকদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। যদিও দর্শকদের একাংশ এমনটাই আন্দাজ করেছিলেন। কিন্তু মিঠি যে নিজের পরিচয় এভাবে ফাঁস করবে তেমনটা আন্দাজ করতে পারেননি কেউ।

নতুন এই প্রোমো অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে। মিঠি কি আদেও সত্যি কথা বলছে নাকি কিডনাপারদের থেকে নিজেকে রক্ষা করার জন্য এটা তার কোনও নতুন ফন্দি? অবশ্য মিঠির মিঠাই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এর আগে মিঠাইয়ের প্রোমোতে জানানো হয়েছিল মিঠাইয়ের মৃত্যুর রহস্যের সমস্ত খোলাসা হবে এবার। তাই খুব শীঘ্রই গল্পের মোড় ঘুরে যেতে চলেছে তা লেখাই বাহুল্য। মিঠাইয়ের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের।