স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালটি থেকে বর্তমানে চোখ সরাতেই পারছেন না দর্শকরা। দিনে দিনে এই সিরিয়ালে নতুন নতুন টুইস্ট আসছে। বর্তমানে অনুরাগের ছোঁয়ার গোটা টিম গিয়ে পৌঁছেছে দার্জিলিংয়ে। সেখানে এখন ঘটছে নানা মজার মজার কান্ড কারখানা। দীপা এবং সূর্য মুখোমুখি হতেই ঘটে যাচ্ছে একের পর এক অঘটন।
গোটা সেনগুপ্ত পরিবার এবং রূপাকে নিয়ে দীপাও পৌঁছে গিয়েছে দার্জিলিঙে। এদিকে সেনগুপ্ত পরিবারের সঙ্গে আবার দার্জিলিঙে এসে হাজির হয়েছে মিশকা। এই পাহাড় ভ্রমণে সূর্য আর দীপাকে একসঙ্গে দেখে তার মাথার ঠিক নেই। কীভাবে দীপাকে বিপদে ফেলা যায় তার ফন্দি আঁটছে সে।
সম্প্রতি সিরিয়ালের নতুন একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দার্জিলিঙে গিয়ে সোনা কিডন্যাপড হয়ে যায়। তাকে অপহরণ করে মিশকা। কিন্তু সোনাকে খুঁজে না পেয়ে সূর্যর সমস্ত সন্দেহ দীপার উপর চলে যায়। এমনটাই চেয়েছিল মিশকা। সন্দেহের বসে দীপাকে সে পুলিশের হাতে তুলে দেয়।
ভাইরাল ওই প্রোমোতে দেখা যাচ্ছে সোনা পাহাড়ে ঘুরতে ঘুরতে বাকিদের থেকে আলাদা হয়ে পড়ে। সে তার ফুলমাকে খুঁজতে থাকে। এদিকে দীপার মতই আরেকজনকে দেখে ফুলমা বলে সোনা তার কাছে চলে যায়। কিন্তু কাছে যেতেই দেখা যায় এই মহিলা দীপা নয়। তারপর গুন্ডারা ছুটে এসে সোনাকে গাড়িতে তুলে নেয়।
যদিও পুরো ঘটনাটা দেখে ফেলে রূপা। এদিকে সূর্য সোনাকে পাগলের মত খুঁজতে থাকে। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় সে। পুলিশের কাছে সে বলে তার সন্দেহ রয়েছে দীপার উপর। সূর্যর মুখে এই কথা শুনে দীপা অবাক হয়ে যায়। তবে প্রোমো দেখে দর্শকরা কিন্তু বেশ উৎসুক হয়ে পড়েছেন।
দার্জিলিঙে সবাই মিলে মজা করতে গিয়ে শেষমেষ সোনা হারিয়ে যায়। এদিকে আবার সব দায় চাপে দীপার উপর। এসব দেখে দর্শকরা তো রীতিমত অবাক। সোনাকে আদেও খুঁজে পাওয়া যাবে কিনা, দীপা কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আপাতত এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া।