২৭ বছর লিপ নিল মেয়েবেলা, মারা গেল প্রধান চরিত্র! গল্পে আসছে দারুণ মোড়

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের মেয়েবেলা (Meye Bela) সিরিয়ালের গল্প ক্রমশ অন্তিম পর্বের দিকে এগোচ্ছে। আগামী ২৩ শে জুন ধারাবাহিকের অন্তিম সম্প্রচার হবে, জানা গিয়েছিল আগেই। স্টার জলসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মেয়েবেলা সিরিয়ালের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ। মাত্র পাঁচ মাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে সিরিয়ালটি। কাজেই সোশ্যাল মিডিয়াতে উঠছে প্রতিবাদের ঝড়।

ভক্তরা কেউই চাইছেন না এত ভাল সিরিয়ালটি এত কম সময়ের মধ্যে এইভাবে শেষ করে দেওয়া হোক। কিন্তু টিআরপি না থাকলে চ্যানেলেরই বা আর কী করার আছে? যদিও চ্যানেলকে তুলোধনা করছেন দর্শকরা। মেয়েবেলার মত সিরিয়াল পরকীয়া, কুটকাচালি না থাকার জন্য এইভাবে শেষ হয়ে যেতে পারে এমনটা কেউ ভাবতে পারেননি।

MEYE BELA

তবে শেষ হয়ে যাওয়ার আগেও দর্শকদের জন্য একটা বিরাট চমক দিতে চলেছে মেয়েবেলা। গল্প এগিয়ে যাবে ২৭ টি বছর। অর্থাৎ বেশ বড়সড় একটা লিপ নিতে চলেছে ধারাবাহিকের গল্প। টলিউড হট নিউজ সূত্রে জানা গিয়েছে মৌ এবং ডোডোর গল্প ২৭ বছর এগিয়ে যাবে। আম্মা অর্থাৎ ঠাকুমা ওরফে পূর্ণিমা মিত্র অর্থাৎ চিত্রা সেনের মৃত্যু দেখানো হবে।

শেষ মুহূর্তে দেখানো হবে মৌ এবং ডোডো সুখে সংসার করছে। বিথীকা মিত্র এবং সুরজিৎ মিত্র অবশ্যই থাকবেন মেয়েবেলার শেষ মুহূর্তে। মৌ এবং ডোডোর হ্যাপি এন্ডিংই দেখানো হবে। বয়স্ক লুকে দুজনকেই দারুণ মানিয়েছে। সেই সঙ্গে গল্পে এক নতুন চরিত্রকে দেখানো হবে, সে হল মৌ এবং ডোডোর ছেলে ডিডো বা নির্মোহ।

MEYE BELA

এখন প্রশ্ন হল এই নতুন চরিত্রটিতে কাকে দেখানো হবে? কোন অভিনেতা অভিনয় করবেন ডিডোর চরিত্রে? শেষ পর্বের জন্য নতুন কোনও অভিনেতাকে কিন্তু কাস্ট করা হয়নি। খড়কুটো, গুড্ডি সিরিয়ালের মত প্রচলিত ট্রেন্ড অনুসারে অর্পণ ঘোষাল অর্থাৎ ডোডোকেই তার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বাবা এবং ছেলে উভয় ভূমিকাতেই অভিনয় করবেন অর্পণ।

MEYEBELA

আরও পড়ুন : ‘বীথি’র জন্য কত পারিশ্রমিক নিতেন রূপা গাঙ্গুলী? কত পাচ্ছেন অনুশ্রী? টাকার অঙ্ক চমকে দেবে

এই সিরিয়ালটি আগামী ২৩শে জুন শেষ হয়ে যাবে। আপাতত ভক্তরা মেয়েবেলার এই শেষ কয়েকটি এপিসোডের অপেক্ষায় মুখিয়ে আছেন। সেই সঙ্গে স্বীকৃতি এবং অর্পণকে নতুনভাবে পর্দায় দেখানো হবে। মৌ এবং ডোডোর নতুন সংসার কেমন হয় দেখার জন্য তারা অপেক্ষা করছেন। মেয়েবেলাকে সরিয়ে সেই জায়গায় সম্প্রচারিত হচ্ছে নতুন সিরিয়াল সন্ধ্যাতারা (Sandhyatara)।

আরও পড়ুন : শুরুতেই মিঠাইয়ের কপি, মিঠাইকে নকল করায় ‘ফুলকি’র উপর চটলেন দর্শকরা