রাতারাতি বন্ধের মুখে জনপ্রিয় সিরিয়াল, ‘মেয়েবেলা’ আসতেই কপাল পুড়লো স্টার জলসার এই পুরনো সিরিয়ালের

নতুন বছরের শুরুতেই আসছে একাধিক নতুন সিরিয়াল। আজ বর্ষ বিদায়ের দিনে প্রকাশ্যে এল স্টার জলসার একটি নতুন সিরিয়ালের সময়সূচী। কিছুদিন আগেই প্রোমো শেয়ার করে জানানো হয়েছিল স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder), রূপা গাঙ্গুলীকে (Rupa Ganguly) নিয়ে আসছে একটি নতুন সিরিয়াল যার নাম মেয়েবেলা (Meyebela)। শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে এই সিরিয়ালটির প্রোমো নজর কেড়েছিল দর্শকদের। এবার সেই সিরিয়ালের স্লট ঘোষণা হল।

‘খেলাঘর’ ধারাবাহিকের পর নতুন এই সিরিয়ালের হাত ধরে আবার স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এই সিরিয়ালে তার শাশুড়ি মায়ের ভূমিকায় অভিনয় করবেন রূপা গাঙ্গুলী। ‘মেয়েবেলা’র হাত ধরে বহু বছর পর আবার ছোটপর্দায় ফিরছেন রূপা। নয়তো এতদিন রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন অভিনেত্রী। স্বীকৃতির বিপরীতে অভিনয় করছেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’র নায়ক অর্পণ ঘোষাল।

বেশ কিছুদিন আগে প্রোমো শেয়ার করা হলেও মেয়ে বেলা সিরিয়ালের সময়সূচী জানাতে বেশ দেরিই করছিল চ্যানেল। কিন্তু অবশেষে এই নতুন সিরিয়ালের সময়সূচী জানা গেল। নতুন সিরিয়াল প্রাইম টাইমই পাবে। তবে নতুন সিরিয়ালের জন্য প্রাইম টাইমের কোন পুরনো সিরিয়ালের উপর কোপ বসতে চলেছে সেই নিয়ে দর্শকরা আশঙ্কায় ছিলেন।

প্রথমে অনুমান করা হয়েছিল নতুন এই সিরিয়ালের জন্য গাঁটছড়া তার স্লট হারাবে। কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে এই সিরিয়াল ক্রমাগত খারাপ ফলাফল করে চলেছে। গল্পে যতই নতুন মোড় আনা হোক না কেন গাঁটছড়ার টিআরপিতে বিশেষ কোনও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে গাঁটছড়া নয়, মেয়েবেলার কারণে কপাল পুড়লো আলতা ফড়িংয়ের।

অবশেষে ধারাবাহিকের যে সময়সূচি প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে আগামী ১০ ই জানুয়ারি থেকে মেয়েবেলা সিরিয়ালের সম্প্রচার শুরু হবে টিভির পর্দায়। নতুন এই সিরিয়ালটি সোম থেকে রবিবার প্রতিদিন সন্ধে ৬.৩০টার সময় সম্প্রচারিত হবে। তবে আলতা ফড়িং এখনই বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেটা জানা যায়নি এখনও।

আলতা ফড়িং এখনই বন্ধ নাও হতে পারে। কারণ গল্প সম্প্রতি নতুন মোড় নিয়েছে। অর্জুনের সঙ্গে ফড়িং এর বিয়ে হয়েছে সদ্য। তাদের এই বিবাহিত জীবনে ঝড় তুলতে অর্ণব আবার ফিরে এসেছে। সম্ভবত রাতের দিকের স্লটে পাঠানো হতে পারে আলতা ফড়িংকে। খুব শীঘ্রই আলতা ফড়িংয়ের নতুন টাইম স্লট ঘোষণা করে দেওয়া হবে।