দাদু বলিউডের নামী অভিনেতা! ভাইবোনেরাও সব সুপারস্টার! নেটফ্লিক্সের ‘ব্ল্যাকওয়ারেন্ট’ সিরিজে অভিনয় করে সুপারস্টার হওয়ার পথে কাপুর পরিবারের আরও এক সদস্য, তিনি জাহান কাপুর। তিনিও এবার সিনেমা দুনিয়াতে নাম লেখালেন। তবে আর পাঁচজন তারকা সন্তানের মত বলিউডের পথ তার জন্য খুব মসৃণ ছিল না।
কিংবদন্তি অভিনেতা শশী কাপুরের নাতি জাহান। তার মা শীনা সিপ্পি বলিউডের বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পির মেয়ে। রণবীর কাপুর, করিনা কাপুর, করিশ্মা কাপুরের তুতো ভাই তিনি। ভাই-বোনদের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তবে কাপুর পরিবারের ছেলে হলেও জাহান নেপোকিড নন। শুরু থেকেই কঠিন পরীক্ষা দিয়ে তাকে তার অভিনয় দক্ষতা প্রমাণ করতে হয়েছে।
জাহানের কথায় কাপুর পরিবারের সদস্য হওয়ার সুবাদে তিনি কোনও সুযোগই পাননি বলিউডে। তার বাবা ছিলেন একজন অ্যাড ফিল্মমেকার, শশী কাপুরের ছেলে হওয়াতে আলাদা করে তিনি কোনও সুযোগ পাননি। তাদের অর্থনৈতিক অবস্থাও ছিল খুবই খারাপ। তাই ছোটবেলা থেকেই জাহান নিজের লড়াই নিজে লড়তে শিখেছেন। তাকেও তার যোগ্যতার প্রমাণ দিয়েই বলিউডে নিজের জায়গা তৈরি করতে হয়েছে।
আরও পড়ুন : কাপুর বংশের নেক্সট সুপারস্টার! রণবীর কাপুরের ভাগ্নি সামারা কত সুন্দরী হয়েছে দেখুন
আরও পড়ুন : হিন্দুও না, মুসলিম ও না! কোন ধর্ম মানেন করিনা কাপুর খান?
ক্যামেরার সামনে আসার আগে দীর্ঘদিন থিয়েটার করেছেন জাহান। ২০১৯ সাল থেকে তিনি পৃথ্বী থিয়েটারে অভিনয় করছেন। ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ মুক্তির পর ক্যামেরার সামনেও নিজের যোগ্যতা প্রমাণ করলেন জাহান কাপুর। তার প্রথম সিরিজ মুক্তির পর দিদি করিনা ইনস্টাগ্রামে লিখেছেন, “কী অসম্ভব ভালো লাগছে ভাই! দেখার অপেক্ষায় সইছে না।”