শুধু বলিউড নয়, এখন ক্রিকেট দুনিয়াতেও তারকাদের মধ্যে ডিভোর্সের ঘটনা ঘটছে আকছার। হার্দিক প্যাটেল, যুযুবেন্দ্র চাহালের পর এবার বীরেন্দ্র সেহওয়াগ, ২০ বছর সংসার করার পর নাকি স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে সংসার ভাঙতে বসেছে বীরেন্দ্রর। ইতিমধ্যেই নাকি আলাদা থাকতে শুরু করেছেন তারা। শীঘ্রই তাদের ডিভোর্স হয়ে যাবে। প্রশ্ন উঠছে ২০ বছর পর হঠাৎ কী হল যে এই তারকা ক্রিকেটারের সুখের সংসার ভাঙতে বসেছে?
বীরেন্দ্র সেহওয়াগের স্ত্রী কে?
বীরেন্দ্রর স্ত্রী আরতি ১৯৮০ সালে নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি লেডি আরউইন মাধ্যমিক বিদ্যালয় এবং ভারতীয় বিদ্যাভবন স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মৈত্রেয়ী কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেন আরতি। আরতি বর্তমানে ৪ টি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। এই সংস্থাগুলো হল, ইভেন্টুরা ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড, এভিএস হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড, এএসভি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসএমজিকে অ্যাগ্রো ইম্পেক্স প্রাইভেট লিমিটেড।
আরতির সঙ্গে বীরেন্দ্রর প্রথম দেখা হয় একটি বিয়ে বাড়িতে। তখন তাদের বয়স ছিল খুবই কম। বীরেন্দ্র তখন ৭ বছরের, আরতির বয়স ৫। প্রথম দেখাতেই একে অপরকে ভালো লেগেছিল তাদের। বড় হতেই তা প্রেমের রূপ নেয়। ২১ বছর বয়সেই বীরেন্দ্র আরতিকে বিয়ের প্রস্তাব দেন। বীরেন্দ্র এবং আরতি ছিলেন দূর সম্পর্কের খুরতুতো ভাইবোন। তাই প্রথম দিকে দুজনের বাড়িতেই এই সম্পর্কে আপত্তি জানানো হয়। যদিও কিছু সময় পর সব বাধা কাটিয়ে তাদের বিয়েটা হয়। ২০০৪ সালে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসুভবনে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় বীরেন্দ্র এবং আরতির। দেখতে দেখতে ২০ বছর একসঙ্গে পার করে ফেললেন তারা। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। ২০০৭ সালে তাদের বড় ছেলে আর্যবীর এবং ২০১০ সালে তাদের ছোট ছেলে বেদান্তের জন্ম হয়।
আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ভিখারির হাল! কত টাকা খোরপোষ দিলেন হার্দিক পান্ডিয়া?
আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় যীশু-নীলাঞ্জনার প্রেম কাহিনী! এই কারণেই ভাঙছে বিয়ে
দুই ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন দুজনে। কিন্তু হঠাৎ করেই নতুন বছরে শুরুতে এলো দুঃসংবাদ। আরতি এবং বীরেন্দ্র নাকি এখন আর একসঙ্গে থাকছেন না। খুব তাড়াতাড়ি তাদের ডিভোর্স হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তারা একে অপরকে আনফলো করে দিয়েছেন। অনেকদিন দুজনকে একসঙ্গে কোথাও দেখাও যাচ্ছে না। আরতি তার ইনস্টাগ্রাম প্রোফাইল ব্যক্তিগত করে রেখেছেন। এত বছর পেরিয়ে এই ক্রিকেট তারকার বিয়ে ভাঙার খবরে বেশ অবাক হয়েছেন নেট নাগরিকরা।