দ্য গ্রেট খালিকে কে না চেনেন? বিদেশেও সমাদৃত এই ভারতীয় কুস্তিগীর। ৭ ফুট ১ ইঞ্চি শরীরের এই মানুষটি ভারতের গর্ব। গোটা পৃথিবীর কুস্তিগীরদের কাছে তিনি ত্রাসের সমান। এহেন গ্রেট খালি কাকে বিয়ে করেছেন জানেন? গ্রেট খালি বিবাহিত এবং তার দুই ছেলে-মেয়ে আছে। আজ আপনাদের আলাপ করাবো খালির সুন্দরী স্ত্রীর সঙ্গে। দেখে নিন খালি পরিবার কেমন।
দ্য গ্রেট খালির স্ত্রী আসলে কে?
খালির স্ত্রীর নাম হরমিন্দর কাউর। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি একটি পাঞ্জাবী পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি দিল্লি থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা করেছেন। শুধু তাই নয় তিনি বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রিও করেছেন। খালি যেমন একদিকে কুস্তি দুনিয়াতে একের পর এক সাফল্য পেয়েছেন তার স্ত্রীও পড়াশোনার দিকে একের পর এক ডিগ্রি অর্জন করেছেন।
খালির সঙ্গে যখন হরমিন্দরের বিয়ের সম্বন্ধ আসে তখন দুজনেই কেরিয়ারের পেছনে ছুটছিলেন। কেরিয়ারের প্রতি দুজনের এমন উৎসাহ দেখেই কার্যত একে অপরকে পছন্দ করেছিলেন তারা। ২০০২ সালে তাদের বিয়েটা হয়। বিয়ের পর খালি আরও বেশি উন্নতি করতে থাকেন তার কেরিয়ারে। এর জন্য তিনি সব সময় পাশে পেয়েছিলেন তার স্ত্রীকে। তিনি সবসময় খালির পাশে ঢাল হয়ে থেকেছেন।
আরও পড়ুন : ৫৫ টি ডিম, ৫ কেজি মুরগি! ‘দ্য গ্রেট খালি’ সারাদিনে আর কি কি খায়?
আরও পড়ুন : কত দূর পড়াশোনা করেছেন আবির চ্যাটার্জী? আবিরের শিক্ষাগত যোগ্যতা কত?
দ্য গ্রেট খালির পরিবারে কে কে আছেন?
স্বামী এত বড় মাপের সেলিব্রিটি হওয়া সত্ত্বেও খালি স্ত্রী ক্যামেরা থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তিনি লাইমলাইট একেবারেই পছন্দ করেন না। ২০১৪ সালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ের নাম তারা রাখেন এভিলিন রানা। ২০২২ সালে তাদের সংসারে এক ফুটফুটে পুত্র সন্তান আসে। ছেলের নাম তারা রাখেন সম্রাট রানা। খালি তার কাজের বাইরে পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। স্ত্রী এবং সন্তানদের নিয়ে তার সুখের সংসার।