‘কল্কি ২৮৯৮’তে শ্রীকৃষ্ণের ভূমিকায় কে ছিলেন? রইল অভিনেতার পরিচয়

এই বছর মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮’ (Kalki 2898) সিনেমাটি গোটা বিশ্বজুড়ে ব্যাপক উপার্জন করেছে। হিন্দু পুরাণের সঙ্গে সায়েন্স ফিকশনের মিশেলে এই সিনেমাটি সকলেই পছন্দ করেছেন। সিনেমার শুরুতেই দেখানো হয়েছে কুরুক্ষেত্রের দৃশ্য। যেখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অবয়বকে। তার মুখ দেখানো হয়নি। কিন্তু তিনি কে ছিলেন জানেন? তাকে কিন্তু অনেক আগেই বড়পর্দায় দেখা গিয়েছে। সদ্য প্রকাশ্যে এসেছে তার পরিচয়।

‘কল্কি ২৮৯৮’ সিনেমাতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন কৃষ্ণকুমার বালাসুব্রহ্মণ্যম (Krishnakumar Balasubramanian)। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেতা। ২০১০ সালে তামিল সিনেমার হাত ধরে তিনি অভিনয় জীবন শুরু করেন। ‘কাড়ালাগি’ নামের একটি তামিল সিনেমাতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু একটি সিনেমার পর তিনি কার্যত উধাও হয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। তাকে আর সিনেমার পর্দায় দেখা যায়নি। ১০ বছর পর তিনি আবার ফিরে আসেন অভিনয় দুনিয়াতে।

Krishnakumar Balasubramanian

এই ১০ বছরে যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন তেমনটা কিন্তু নয়। অভিনেতা একটানা ১০ বছর থিয়েটারে কাজ করেছিলেন। নাটকে কাজ করতেন তিনি। ‘অ্যালিস ইন আইল্যান্ড’, ‘দ্য ফ্রি মাসকিটার্স’, ‘মিউজিক্যালস অতীত’, ‘গাপসা ফুললি লোডেড’ এর মত বেশ কিছু নাটক তিনি লিখেছেন এবং পরিচালনা করেছেন। সেই সঙ্গে তিনি একটি নাটকের দলের শিল্প নির্দেশক হিসেবেও কাজ করেছেন।

১৯ বছর পর তিনি ২০২০ সালে ‘পুথম পুড়ু কলাই’ নামের একটি তামিল ছবিতে অভিনয় করেন। এরপর ২০২০ সালে ‘সুরারাই পোত্রু’ নামের সিনেমাতে দক্ষিণী অভিনেতা সুরিয়ার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমার হিন্দি রিমেক ‘সরফিরা’তে অভিনয় করেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে ‘মারান’ ছবিতেও তিনি অভিনয় করেন। তবে তার জীবনের উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে ‘কল্কি ২৮৯৮’।

Krishnakumar Balasubramanian

যদিও এই সিনেমাতে তার মুখ দেখা যায়নি। কিন্তু যতটুকু তার স্ক্রিন প্রেজেন্স ছিল, তাতে তিনি ভগবান কৃষ্ণের চরিত্রের সঙ্গে যথার্থভাবে মানিয়ে নিয়েছিলেন তা বলাই বাহুল্য। সিনেমাটি মুক্তি পাওয়ার পর কিছুদিনের মধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয় দেন। তিনি লেখেন, “এত বড় মাপের ছবিতে অভিনয় করে আমি গর্ববোধ করছি। এটি আমার কাছে খুবই বিশেষ চরিত্র।”