নায়িকাদের থেকে কম সুন্দরী নন আমির খানের ভাগ্নি! গ্ল্যামার দেখলে ঘুরে যাবে মাথা

নায়িকাদের থেকে কম গ্ল্যামারাস নন আমির খানের ভাগ্নি। সৌন্দর্যে বড় বড় অভিনেত্রীদের টেক্কা দেবেন সহর হেগড়ে। সম্প্রতি আশুতোষ গোয়ারিকারের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন সহর। এখানেই প্রথম সহরকে আমির খানের ভাগ্নি হিসেবে চিনলেন নেট নাগরিকরা। তার সৌন্দর্য দেখে মুগ্ধ সকলে। আমিরের ভাগ্নিও কি মা এবং মামার মত বলিউডে পা রাখবেন?

আমিরের বোনের নাম নিখাত হেগড়ে। তিনিও কিন্তু কিছু কম সুন্দরী নন। একসময় তিনিও অভিনয় করতেন। পাঠান সিনেমাতে অভিনয় করেছেন নিখাত। সম্প্রতি তার মেয়ে সহরকে সোশ্যাল মিডিয়াতে দেখে মাথা ঘুরে গেল নেট নাগরিকদের। তবে তিনি কিন্তু সুপারস্টারের ভাগ্নি কিংবা অভিনেত্রী মায়ের মেয়ে হিসেবে পরিচিত হতে চান না। সহরের আলাদা একটি পরিচয় রয়েছে।

 Seher Hegde

সহরের জন্ম ১৯৯৫ সালে। তার বাবা শরণ হেগড়ে একজন ব্যবসায়ী এবং নিজস্ব রেস্তোরাঁ আছে। সুপারস্টার পরিবারের অংশ হলেও তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। সহর পড়াশোনাতে খুবই ভালো। তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন। তিনি কর্ণাটকের একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করেন। তারপর ব্যাঙ্গালোরের ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রী নেন। এরপর নিউইয়র্কের কলম্বিয়া বিজনেস স্কুলে তিনি এমবিএতে ভর্তি হন কিন্তু ২০২২ সালে ছেড়ে দিয়ে আবার ভারতে ফিরে আসেন।

আরও পড়ুন : ধনশ্রী অতীত! কার সঙ্গে প্রেম করছেন যুযুবেন্দ্র চাহাল?

আরও পড়ুন : প্রথম দেবদেবীর ছবি এঁকেছিলেন এই ভারতীয় শিল্পী! দিতে হয়েছিল কড়া মাশুল

অসাধারণ সুন্দরী সহর কিন্তু মা কিংবা মামার মত বলিউডে আসতে চান না। তিনি ব্যবসা করতে চান এবং সেই পথেই এগোচ্ছেন। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন সহর। তার বেশ জনপ্রিয়তাও তৈরি হয়েছে। বাবার মত ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি তার নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন এই প্ল্যাটফর্মে।