জি বাংলা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ আগে। এরই মধ্যে দর্শকদের খুবই পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি। এই সিরিয়ালের গল্প এবং কাস্টিং নিয়ে মেতে রয়েছেন নেট নাগরিকরাও। চেনা অচেনা অনেক মুখের সমাগম হয়েছে। জিতু কমল, দিতিপ্রিয়া রায়, তন্বী লাহা রায়দের মত একাধিক জনপ্রিয় অভিনেতা রয়েছেন এই সিরিয়ালটিতে। তবে এই সিরিয়ালের সন্তু চরিত্রটিকে দেখে বেশ মজা পান দর্শকরা। জানেন কি এই চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেতা?
চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে সন্তু চরিত্রে অভিনয় করছেন কে?
সন্তুর চরিত্রটি এখানে মন্দবুদ্ধি এক যুবকের চরিত্র। যে বয়সে বড় হলেও মনের দিক থেকে খুবই শিশুসুলভ। বাবা যা বলে সে তাই শোনে। সারাদিন ললিপপ খায়। মানসিকভাবে বেড়ে উঠতে পারেনি সন্তু। আর এই সন্তুর সঙ্গেই অপর্ণার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে সন্তুর বাবা। সন্তুর চরিত্রটিকে এখানে এত মজাদার দেখানো হলেও আসলে সে কিন্তু ভিলেন। এই চরিত্রে অভিনয় করছেন তন্ময় মজুমদার।
তন্ময় বাংলা সিরিয়ালে একেবারে নতুন মুখ নন। তবে এই ধরনের চরিত্র তার কাছে একেবারেই নতুন। এবং সেইসঙ্গে খুবই চ্যালেঞ্জিংও বটে। আনন্দবাজার অনলাইন এর কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা বলেছেন, ‘‘এর আগে এমন চরিত্র কোনওদিন অভিনয় করিনি। দারুন লাগছে এই চরিত্রে অভিনয় করতে। আপাতদৃষ্টিতে খুব সাদামাটা মনে হলেও এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা ভীষণ কঠিন। তবে এই ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন আমার পর্দার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য।’’
আরও পড়ুন : নায়কই ভিলেন! অপর্ণা আর্যর কে হয়? প্রকাশ্যে গল্পের আসল টুইস্ট
আরও পড়ুন : জি বাংলায় আসছেন ‘কড়িকোমল’ টুম্পা! এই সিরিয়ালে দেখা যাবে তাকে
সেই সঙ্গে অভিনেতা তার স্ট্রাগলিং দশার কথাও বলেছেন। জানিয়েছেন গত ৯ মাস তার হাতে কোনও কাজ ছিল না। কিন্তু কথাতেই আছে সবুরে মেওয়া ফলে। সময় লাগলেও একটা দারুণ চরিত্র করার সুযোগ পেলেন তন্ময়। তার এই চরিত্রের জন্য দর্শকরাও তার প্রশংসায় পঞ্চমুখ। আগামী দিনে আর্য এবং অপর্ণার মাঝে বাধা হয়ে দাঁড়াবে সন্তু। তারপর গল্প কীভাবে, কোন দিকে এগোবে সেটাই দেখার।