টুথব্রাশ বিক্রি করতেন! আজ শাহরুখ-সালমান-আমিরকে টপকে বলিউডের সবথেকে ধনী ব্যক্তি ইনি

একেই বলে ভাগ্য। একসময় ফেরিওয়ালা হয়ে টুথ ব্রাশ বিক্রি করতেন রাস্তায় রাস্তায় ঘুরে। আজ তিনিই কিনা বলিউডের সবথেকে ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির কাছে শাহরুখ খান, সালমান খান, আমির খানদের সব সম্পত্তি যোগফলও কিছুই না। এমনকি করণ জোহার, আদিত্য চোপড়াদেরও টেক্কা দিয়েছেন তিনি। না, এই ব্যক্তি কোনও অভিনেতা নন। তবে তার পেশা বলিউডের সঙ্গেই যুক্ত। নাম তার রনি স্ক্রুওয়ালা।

বলিউডে সবথেকে ধনী ব্যক্তি কে?

বলিউডে একমাত্র রনিরই বিলিয়ন ডলারের উপর সম্পত্তি রয়েছে। ফোর্বসের রিপোর্ট অনুসারে তার মোট সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। যেখানে শাহরুখ খানের বর্তমান সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ৩৯০ মিলিয়ন ডলার। আর আমির খানের সম্পত্তি মাত্র ২২০ মিলিয়ন ডলার। এই তিনজনের মোট সম্পত্তি ১.৩৮ বিলিয়ন ডলার। যেখানে রনি স্ক্রু ওয়ালার একার সম্পত্তি এই তিন খানের মোট সম্পত্তির চেয়ে বেশি।

 Ronnie Screwala

রনি স্ক্রুওয়ালা আসলে কে?

এবার আসা যাক রনির প্রসঙ্গে। কী এমন করেন তিনি যে তার এত সম্পত্তি? অথচ কয়েক দশক আগে তিনি টুথ ব্রাশ বিক্রি করতেন। ১৯৭০ এর দশকেও তার আজকের মত এত ভালো পরিস্থিতি ছিল না। এবার যখন ১৯৮০ এর শুরুর দিকে কালার টিভি ভারতে এলো তখন তিনি কেবল টিভির ব্যবসা শুরু করলেন। তারপর প্রবেশ করলেন সিনেমা জগতে ১৯৯০ সালে ইউটিভি চ্যানেল খুলেছিলেন তিনি। পরে তার নাম হয়ে যায় ইউ টিভি মোশন পিকচার্স।

আরও পড়ুন : এই অভিনেতার সামনে উত্তমকুমার ফ্লপ! মহানায়ককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন শুধু এই একজন

Ronnie Screwala

আরও পড়ুন : নেই কোন গডফাদার! ছোট শহর থেকে এসে বলিউড কাঁপাচ্ছেন এই তারকারা

২০১২ সালে তিনি তার চ্যানেল ডিজনির কাছে বিক্রি করে দেন। এর বিনিময়ে তিনি বিলিয়ন ডলার পেয়েছিলেন। তারপর তিনি RSVP মুভিজ নামের নতুন একটি চ্যানেল খোলেন। ২০২৫ সালের ফোর্বসের রিপোর্ট অনুসারে ৩০২৮ জন কোটিপতির মধ্যে রয়েছেন ২০৫ জন ভারতীয়। তাদের মধ্যে রনি স্ক্রুওয়ালার নামটিও রয়েছে। এই তালিকায় তার নাম দেখেই তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে।