বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং! তার হবু বউ কত সুন্দরী দেখুন

ভারতীয় ক্রিকেট দুনিয়ার নতুন প্রজন্মের খেলোয়াড় রিঙ্কু সিং। তাকে সবাই জুনিয়র সচিন তেন্ডুলকার বলেন। ময়দানে খেলতে নামার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে বেশ শোরগোল ফেলেছেন তিনি। তবে এবার রিঙ্কু নন, খবরে এলেন তার প্রেমিকা তথা হবু স্ত্রী প্রিয়া। শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং। প্রকাশ্যে এল তার প্রেমিকা প্রিয়া সরোজের পরিচয়। দেখুন কত সুন্দরী তিনি।

Priya Saroj

বিগত বেশ কিছুদিন ধরেই রিঙ্কুকে নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু প্রিয়ার সঙ্গে তার সম্পর্কটা এখন আর জল্পনার স্তরে নেই। রিঙ্কু এবং প্রিয়া যে একে অপরকে পছন্দ করেন, তা নিশ্চিত হয়ে গিয়েছে সম্প্রতি। রিঙ্কুর প্রেমিকা আবার দুঁদে রাজনীতিবিদ। তিনি বারাণসীর মছলিশহর কেন্দ্রের সাংসদ। ক্রিকেট নয়, বলিউডই তার অন্যতম বড় আকর্ষণ।

আরও পড়ুন : মেয়েরাই চোখের মণি! আলাপ করুন শাশ্বত চ্যাটার্জীর দুই মেয়ের সঙ্গে

Priya Saroj

আরও পড়ুন : শর্মিলা ঠাকুর নয়, সইফের মায়ের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

রিঙ্কু সিং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন। এই এই দল শাহরুখ খানের দল নামে পরিচিত। দলের ক্রিকেটারদের সঙ্গেও শাহরুখের সম্পর্ক খুব ভালো। বিশেষ করে রিঙ্কুকে একটু বেশিই পছন্দ করেন শাহরুখ। রিঙ্কুর খারাপ সময়ে তিনি সব সময় তাকে সমর্থন করেছেন। ভালো সময়ে প্রশংসায় ভরিয়ে দিতে কার্পণ্য করেননি শাহরুখ। রিঙ্কুর প্রেমিকা প্রিয়া আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিঙ্কু সিংয়ের হবু প্রেমিকার ছবি। কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা? উত্তর ক্রমশ প্রকাশ্য।