বাংলা সিরিয়াল মানেই নায়ক-নায়িকা নির্ভর। কিন্তু কিছু কিছু চরিত্র থাকে যারা নায়ক-নায়িকাদের ছাপিয়ে দাগ কেটে যায় মনে। বিশেষত বাংলা সিরিয়ালের শিশুশিল্পীরা দর্শকদের থেকে ভীষণই আদর পায়। এখন যেমন পাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi) সিরিয়ালের মিহিকা ওরফে মিহি। ছোট্ট এই খুদে আসলে কে জানেন?
জি বাংলার এই ধারাবাহিকের হাত ধরে গৌরী এলো সিরিয়ালের পর আবার পর্দায় ফিরেছেন মোহনা মাইতি। তার চরিত্রের নাম এখানে মধুবনী। মধুবনীর দত্তক কন্যা মিহি। এই চরিত্রে অভিনয় করছে ছোট্ট মেয়ে রাধিকা কর্মকার (Radhika Karmakar)। বয়স তার মাত্র চার বছর। এতোটুকু বয়সে তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ দর্শকরা।
রাধিকার বাড়ি দুর্গাপুরে। এখন অবশ্য পাকাপাকিভাবে কলকাতাতেই থাকতে হচ্ছে তাকে। দুর্গাপুরের মেয়ে এখন কলকাতায় ছোট পর্দা কাঁপাচ্ছে। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই সে দারুণ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। ছোট পর্দায় ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সোনা-রূপার পর মিহি ওরফে রাধিকা এখন সিরিয়ালের সেরা শিশুশিল্পী।
অবশ্য অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছে রাধিকা। কলকাতারই একটি স্কুলে পড়াশোনা করছে সে। অভিনয়টা তার কাছে খেলার মত। খেলার ছলেই সে কঠিন কঠিন ডায়লগ মুখস্ত করে ফেলে। শুটিং ফ্লোরে অনেক লোকের মাঝে তার একটুও ভয় করে না। অচেনা মানুষ দেখলে সে ভয় পায় না। একদম ছোট থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অভিনয় করতো।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মোহাব্বাতে গার্ল’ প্রীতি? এখন কেমন দেখতে হয়েছে তাকে দেখুন
অভিনয়ের পাশাপাশি মিহি নাচ করতেও খুবই ভালোবাসে। উল্লেখ্য, রাধিকাকে কিন্তু এর আগেও টিভির পর্দায় দেখা গিয়েছে। সৌরভ গাঙ্গুলীর দাদাগিরিতে একবারে হাজির হয়েছিল সে। ক্যামেরার পাশাপাশি বাস্তবেও সে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে। সৌরভ গাঙ্গুলীর জন্য নিজের হাতে ঝাল মুড়ি বানিয়ে দিয়েছিল সে। তাতে এত লঙ্কা দিয়েছিল যে দাদার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেই এপিসোড দেখেও খুব মজা পেয়েছিলেন দর্শকরা।