ডেলিভারি বয় থেকে জিতের সহ অভিনেতা! ‘খাকি’ সিরিজের এই অভিনেতার জীবন যেন সিনেমা

জিরো থেকে হিরো, টলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই রয়েছেন যারা এই ফর্মুলায় বড় তারকা হয়েছেন। তেমনি একজন অভিনেতা হলেন প্রবীর দাস। জিৎ, প্রসেনজিতের ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি নিজের জার্নির গল্পটা শোনালেন প্রবীর। সেই গল্পটাও যেন কোনও সিনেমার থেকে কম নয়।

প্রবীর সোশ্যাল মিডিয়াতে একটি ছবির কোলাজ পোস্ট করেছিলেন। তাতে প্রথমে একটি ছবিতে দেখা যাচ্ছে তার ছোটবেলার প্লাস্টারবিহীন ঘরের দৃশ্য। সোদপুরের খুবই সাধারণ একটি পরিবারের ছেলে তিনি। পরিবারকে সাহায্য করার জন্য এক সময় জোমাটোর ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। তবে তার শিল্পীসত্তা তাকে এই ইন্ডাস্ট্রির পথে এনেছে। তিনি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে নাটকে কাজ করতে শুরু করেন।

Prabir Das

এই নাট্যমঞ্চ থেকেই প্রবীরের উত্থান হয়েছে। এর আগে আকাশ আটের একটি সিরিয়ালে তিনি কাজ করেছিলেন। তারপর খাকি সিরিজের জন্য অডিশন নেওয়া হয় তার। সেই অডিশনে তিনি সিলেক্ট হলেন। এই সিরিজে তিনি জিত, প্রসেনজিৎ থেকে শাশ্বত চট্টোপাধ্যায়ের মত বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। এরপর যেন তার জীবনটাই বদলে গিয়েছে। দর্শকদের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছেন তিনি।

আরও পড়ুন : সাসপেন্স-থ্রিলার থেকে ধুন্ধুমার অ্যাকশন! এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাবে কোন কোন সিনেমা?

Khakee The Bengal Chapter

আরও পড়ুন : “এটা বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য!”, বলিউডে পা রাখতেই টলিউড নিয়ে হতাশ জিৎ

গত ১৪ ই মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটি। মিরাজ পান্ডের পরিচালিত এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জিত, প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, রাহুল দেব বসু সহ আরও অনেকে।