আলিয়া নয়, রাশা-জাহ্নবীও ফেল! বলিউডের সবথেকে সুন্দরী স্টারকিড কে?

ধীরে ধীরে বলিউডের রাশ নিজেদের হাতে নিচ্ছেন তারকাদের সন্তানরা। একে একে বলিউডে পা রাখছেন শাহরুখ খান, সঞ্জয় কাপুর, শ্রীদেবী, রবিনা ট্যান্ডন, সাইফ আলগ খানের ছেলেমেয়েরা। তারকা সন্তানদের অভিনয় দর্শকদের ভালো লাগুক বা না লাগুক, তাদের স্টাইল স্টেটমেন্ট কিংবা রূপের গ্ল্যামার চোখ ধাঁধিয়ে দেয়। তবে জানেন কি বর্তমানে বলিউডের সবথেকে সুন্দরী তারকা সন্তান কে?

বলিউডের সবথেকে সুন্দরী তারকা সন্তান কে?

আলিয়া ভাট, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডেরা নন। অন্যদিকে আবার শাহরুখ কন্যা সুহানা, সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া, রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা, কিংবা অক্ষয় কুমারের ভাগ্নি সিমরও নন। বর্তমানে বলিউডের সবথেকে সুন্দরী তারকা সন্তান হিসেবে যাকে নিয়ে চর্চা চলছে তিনি নাওমিকা সরন। এর রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি। যাকে দেখে সোশ্যাল মিডিয়াতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

Naomika Saran

কে এই নাওমিকা সরন?

সম্প্রতি ম্যাডক ফিল্মসের গেট টুগেদারে দিদা ডিম্পল কাপাডিয়ার হাত ধরে হাজির হয়েছিলেন নাওমিকা। তিনি রাজেশ এবং ডিম্পলের মেয়ে রিঙ্কি খান্নার মেয়ে। রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার দুই মেয়ে রিঙ্কি এবং টুইংকেল খান্না। দুজনেই বলিউডে পা রেখেছিলেন কিন্তু সফল হতে পারেননি। অক্ষয় কুমারের স্ত্রী টুইংকেল খান্না নাওমিকার মাসি।

আরও পড়ুন : স্ত্রীকে ত্যাগ করেছিলেন! রাজেশ খান্নার ৬০০ কোটি টাকার সম্পত্তি কে পেল?

Naomika Saran

আরও পড়ুন : পেটে মদ পড়লেই অন্য মানুষ! রাজেশ খান্নার সব অত্যাচার ফাঁস করে দিলেন লিভ ইন পার্টনার

বলিউডে পা রাখার পর সফল হতে না পেরে রিঙ্কি খান্না ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনকে বিয়ে করেন। ২০০৪ সালে নাওমিকার জন্ম হয়। এখন তার বয়স ২১ বছর। সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই একটিভ থাকেন। লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে তার। সকলেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। নেট নাগরিকরা জানতে চাইছেন কবে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখবেন। নাওমিকা মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী পড়াশোনা করেন। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তিনি বলিউডে প্রবেশ করবেন।