১৮ বছরে পালিয়ে বিয়ে, এখন একসঙ্গে থাকেন না! জোজোর স্বামী কে?

গায়িকা জোজোকে কে না চেনেন? ৮ থেকে ৮০ সবার কাছে তিনি মিস জোজো নামে পরিচিত। তবে অনেকেই হয়তো জানেন না বেশ কয়েক বছর আগেই উনি মিস থেকে মিসেস জোজো হয়েছেন। তার দুটি সন্তানও আছে। একটি তার মেয়ে, যে এখন যুবতী। আর তার দ্বিতীয় সন্তান একটি ছেলে, যাকে তিনি দত্তক নিয়েছিলেন। তবে জানেন কি জোজোর স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন তিনি?

বিয়েটা খুবই অল্প বয়সে করেছিলেন জোজো। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। একেবারে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন প্রেমিকের হাত ধরে। তার স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। তিনিও গানের দুনিয়ার মানুষ। তাকে সবাই বাবলু নামে চেনেন। একবার রবীন্দ্র সরোবর লেকে প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন দুজনে। থানাতেও যেতে হয়েছিল। পরের দিনই হবু শ্বশুরবাড়ি চলে যান জোজো। এক সপ্তাহের মাথায় যাদের বিয়ে হয়। কিংশুক বর্তমানে গানের জগত ছেড়ে কর্মসূত্রে ডুয়ার্সে থাকেন।

MISS JOJO HUSBAND

৩১ বছর আগে কিংশুকের হাত ধরেই বাড়ি ছেড়েছিলেন জোজো। এই জানুয়ারি মাসেই তাদের বিয়ের ৩১ বছর সম্পূর্ণ হল। তাই নস্টালজিক হয়ে সোশ্যাল মিডিয়াতে স্বামীর সঙ্গে পুরনো ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘‘হে ভগবান! চোখের পলকে ৩১ বছর পার করে ফেললাম। আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতরাই গুলো দেখেছি। ভালোসময়, খারাপ সময়…….লোকে বলে লং ডিসট্যান্ট বিয়ে টেকে না। তবে আমার মনে হয় যবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্য আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও পরিণত হয়েছি’’।

MISS JOJO HUSBAND

এরপর স্বামীকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘‘আমাদের বন্ডিং আরও মজবুত হয়েছে… তুমি জীবনের সব সিদ্ধান্তে আমার পাশে থেকেছো, ভালো-খারাপ, ঠিক-ভুল সব। আমরা একদম ভিন্ন মেরুর দুই মানুষ একসঙ্গে বড় হয়েছি, এবার বুড়ো হব। ভগবানকে ধন্যবাদ যে উনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন।’’ সেই সঙ্গে তিনি এও বলেছেন কিংশুক তাকে নিজের শর্তে বাঁচার অধিকার দিয়েছিলেন। স্বামীর সাপোর্টের জন্যই আজ তিনি পরিণত নারী হতে পেরেছেন।

আরও পড়ুন : কেন সাধের অনুষ্ঠানে বরকে ডাকেননি? বরের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি জবাব দিলেন মানসী

আরও পড়ুন : ডিভোর্স না হতেই দোলনের সঙ্গে সহবাস! দীপঙ্কর দের প্রথম স্ত্রী কে ছিলেন?

বর্তমান সময়কালে ভাঙ্গা-গড়ার বিয়ের সম্পর্কের মাঝেও জোজো এবং কিংশুকের লং ডিসটেন্স বিয়েটা বেশ ভালোমতোই টিকে আছে। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম বাজো। ভালো নাম মেহকা মুখোপাধ্যায়। কর্মসূত্রে বাজোও থাকেন বেঙ্গালুরুতে। বর্তমানের যোজো তার দত্তক পুত্র সন্তান আদিকে নিয়ে কলকাতায় থাকেন। ২০১৯ সালে আদিকে দত্তক নিয়েছিলেন তিনি। আদির ভাল নাম আদীপ্ত।