ব্রেকআপ হতে না হতেই নতুন প্রেমিক রেডি! কার সঙ্গে প্রেম করছেন মালাইকা আরোরা

অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে ব্রেকআপের পরপরই নতুন প্রেমিকের আগমন! কার সঙ্গে প্রেম করছেন মালাইকা আরোরা (Malaika Arora)? ইদানিং কখনও ডিনার ডেট, কখনও কনসার্ট কিংবা পার্টিতে হামেশাই মালাইকার পাশে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। মালাইকার ছায়া সঙ্গী তিনি। অর্জুন-মালাইকার বিচ্ছেদের পর এখন তার সঙ্গেই ঘুরছেন মালাইকা। বলিউডে গুঞ্জন, ব্রেকআপের কয়েক মাসের মধ্যেই নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। এতদিনে প্রকাশ্যে এল তার নতুন প্রেমিকের পরিচয়।

সম্প্রতি এপি ঢিঁল্লোর কনসার্টে গিয়েছিলেন মালাইকা। মালাইকার হাত ধরে যখন গায়ক মঞ্চে উঠছেন তখন দেখা যায় হাত বাড়িয়ে মালাইকাকে গার্ডরেল পেরতে সাহায্য করছেন এক ব্যক্তি। তারপর দেখা যায় মালাইকা যখন মঞ্চে তখন নিচে দাঁড়িয়ে তার ব্যাগ সামলাচ্ছেন ওই ব্যক্তি। এই দেখে দুয়ে দুয়ে চার করতে শুরু করে দেন নেট নাগরিকরা। মালাইকার এই নতুন চর্চিত প্রেমিকের নাম রাহুল বিজয় (Rahul Vijay)। তবে তিনি কোনও বলিউড অভিনেতা নন। কিন্তু তার সঙ্গে যোগ রয়েছে অভিনয় দুনিয়ার।

Malaika and vijay

মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয় পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট। তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ২০১১ সালে ইন্টার্ন হিসেবে তিনি কাজ শুরু করেন। খুব ভালো কাজ করে কয়েক বছরের মধ্যেই রাহুল ফ্যাশন এডিটর হিসেবে প্রতিষ্ঠিত হন। ২০১৭ সালে তিনি একটি নামী বেসরকারি সংস্থার উচ্চ অধিকারিকের পদ পান। কিছুদিন কাজ করার পর তিনি সেই চাকরি ছেড়ে দেন।

২০২১ সাল থেকে রাহুল স্বাধীনভাবে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করছেন। বরুণ ধাওয়ান, বেদাঙ্গ রায়না, আহান শেট্টিদের পোশাকের ডিজাইন তিনি তৈরি করেছেন। এমনকি মালাইকা এবং তার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছিলেন রাহুল।

আরও পড়ুন : বিয়ে না করেই বিধবা! আজীবন সাদা শাড়ি পরে কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী 

Malaika and vijay

আরও পড়ুন : ভালোবেসে বিয়ে করেছিলেন ভিন ধর্মে, সংসার টেকেনি এই বলিউড তারকাদের

এদিকে অর্জুন কাপুরের সঙ্গে ৬ বছরের প্রেমে সদ্য ইতি টেনেছেন মালাইকা। যদিও তাদের ব্রেকআপের কারণ জানা যায়নি। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক এতটাই গভীর ছিল যে নেট নাগরিকরা মনে করতেন তারা বিয়ে করবেন। কিন্তু সেটা হল না। মালাইকা এবং অর্জুনের ব্রেকআপের চর্চা যখন তুঙ্গে তখন অর্জুন নিজেই সোশ্যাল মিডিয়াতে জানান তিনি বর্তমানে ‘সিঙ্গেল’। এদিকে এর পরপরই মালাইকা এবং রাহুলের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। যদিও এখনও সম্পর্কের নামে সীলমোহর দেননি মালাইকা কিংবা রাহুল।