হানি সিংয়ের সঙ্গে গান গেয়ে ভাইরাল! ‘ম্যানিয়াক’ গানের গায়িকা আসলে কে?

হানি সিংয়ের নতুন গান ‘ম্যানিয়াক’ এর গায়িকা আসলে কে? হানির গানে মাত্র চারটে লাইন গেয়েই রীতিমতো ভাইরাল হলেন ভোজপুরি গায়িকা রাগিনী বিশ্বকর্মা। রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে শুরু করেছেন তিনি। মাত্র চারটে লাইন গেয়েই তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। রাগিনী বিশ্বকর্মার ব্যাপারে জানতে এখন আগ্রহী সোশ্যাল মিডিয়া। আজ আপনাদের জানাবো এই গায়িকার আসল পরিচয়।

ম্যানিয়াক গানের গায়িকা রাগিনী আসলে কে?

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একজন লোক গায়িকা হলেন রাগিনী। যিনি ভোজপুরি এবং আওয়াধি ভাষায় গান করেন। এছাড়া গজল গানেও ভালো দখল রয়েছে তার। ইউটিউবে তার অসংখ্য ভাইরাল গান পাবেন। তবে কেরিয়ারের শুরুতে কিন্তু নিজের যোগ্য সম্মান তিনি পাননি। একটা সময় তিনি মন্দিরে এবং বিভিন্ন অনুষ্ঠানে ঢোল ও হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন। অনেক সময় মাত্র ১০০ টাকার বিনিময়ে গান গাইতে বাধ্য করা হয়েছে তাকে। তবে এখন রাগিনী একজন সেলিব্রিটি গায়িকা।

 Ragini Vishwakarma

কীভাবে রাগিনীকে খুঁজে পেলেন হানি সিং?

হানি সিং আসলে তার নতুন গানের জন্য নতুন গায়িকার কন্ঠ খুঁজছিলেন। এভাবেই একদিন ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে খুঁজে পান রাগিনীকে। রাগিনীর গান তার খুব পছন্দ হয় এবং তিনি নিজে তার সঙ্গে যোগাযোগ করে ‘ম্যানিয়াক’ গাওয়ার প্রস্তাব দেন। রাগিনী ভাইরাল তো ছিলেনই, তবে এই গান তার ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে রয়েছে রাগিনীর গাওয়া এই গান।

আরও পড়ুন : হানি সিং থেকে বাদশা, বিখ্যাত রাপারদের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

 Ragini Vishwakarma

আরও পড়ুন : কঠিন রোগে আক্রান্ত আরমান মালিকের ছেলে! কান্নায় ভেঙে পড়লেন দুই স্ত্রী

রাগিনীর কাছে যখন এই সুযোগ এসে পৌঁছায় তখন তিনি জানতেনও না খোদ হানি সিংয়ের সঙ্গে তাকে গান গাইতে হবে। হানি সিং এর সঙ্গে তিনি যে গান গেয়েছেন এই গান এখন তাকে জনপ্রিয় করে তুলেছে। ভোজপুরি এই লোক গায়িকা এখন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। একে একে প্রচুর গানের অফার পাচ্ছেন তিনি। এর জন্য ভগবানের কাছে এবং হানি সিং এর কাছে তিনি কৃতজ্ঞ।