অমিতাভ-ধর্মেন্দ্রর ম্যাজিকও ফিকে এই অভিনেতার প্রেজেন্সে

বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা সিনেমাতে মাত্র ৫-১০ মিনিটের উপস্থিতিতেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। একদিকে যেমন রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, ঋষি কাপুরদের মত সুপারস্টাররা ছিলেন, অন্যদিকে তাদের টেক্কা দেওয়ার মত পার্শ্ব অভিনেতার সংখ্যাটাও কিছু কম ছিল না। এমনই একজন অভিনেতা ছিলেন জগদীপ। যিনি প্রায় ৪০০টির বেশি সিনেমাতে কাজ করেছিলেন। দর্শকদের খুবই পছন্দের মানুষ হয়ে উঠেছিলেন।

কে ছিলেন জগদীপ?

জগদীপ ছিলেন বলিউডের একজন কমেডিয়ান। শোলে সিনেমাতে তার অভিনীত সুরমা ভোপালী চরিত্রটি আজও দর্শকরা ভুলতে পারেননি। তিনি পর্দায় মাত্র কয়েক মিনিটের উপস্থিতিতে দর্শকদের হাসাতেন। তবে তার নিজের জীবনটা ছিল দুঃখে ভরা। দেশ স্বাধীন হওয়ার সময় তার বাবা মারা যান। প্রবল দারিদ্র্যে একসময় পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে। স্কুলে যাওয়ার বয়সে তিনি কাজ করতে শুরু করেন। শিশুশিল্পী হিসেবেই তার প্রথম কাজ শুরু হয়। আফসানা সিনেমার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৬ টাকা।

Jagdeep

বলিউডের সেরা কমেডিয়ানদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশ

এরপর দো বিঘা জামিন, এবং হাম পঞ্ছি এক ডালকে সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সিনেমাতে তার অসাধারণ অভিনয়ের জন্য ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু তাকে কলম উপহার দিয়েছিলেন। ১৯৭৫ সালে শোলে সিনেমাতে সুরমা ভোপালী চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন। এই সিনেমাতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর জয় ও বিরুর চরিত্রের মত তার চরিত্রটাও মানুষের মুখে মুখে ফেরে।

আরও পড়ুন : আত্মহত্যা করতে চেয়েছিলেন সবাইকে হাসানো জনি লিভার! কারণ শুনলে চোখ ভিজে যাবে

Jagdeep

আরও পড়ুন : ভারতের প্রথম মহিলা কমেডিয়ান, পেলেন না যোগ্য সম্মান! কোথায় হারিয়ে গেলেন টুনটুনি?

৭০ বছর একটানা বলিউডে কাজ করেছিলেন জগদীপ। সারা জীবনে তিনি প্রায় ৪০০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন। এর মধ্যে প্রচুর সিনেমা সুপারহিট ছিল। তার ব্যক্তিগত জীবনটাও কম বর্ণময় নয়। তিনি তিনবার বিয়ে করেছিলেন। তার ৬ জন সন্তান রয়েছেন। তবে জগদীপ কিন্তু তার আসল নাম ছিল না। তার আসল নাম ছিল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। কিন্তু তার আসল নাম কেউ মনে রাখেননি। দর্শকরা আজও তাকে জগদীপ নামে এক ডাকে চেনেন।