নায়িকাদের হার মানাবে! রাজকুমারের বৌমা আসলে কে?

নায়িকাদের থেকেও সুন্দরী বলিউড অভিনেতা রাজকুমারের পুত্রবধূ। তার ছেলে পুরু রাজকুমারের নীল নয়না সুন্দরী স্ত্রীর রূপ দেখলে ঝলসে যাবে চোখ। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার ছেলে পুরু রাজকুমার। বাবার পথ অনুসরণ করে তিনিও বলিউডে প্রবেশ করেন। এই বলিউড সূত্রে এই ক্রোয়েশিয়ান সুন্দরী কোরালজিকার সঙ্গে তার আলাপ হয়। এই বিদেশী সুন্দরীকে দেখলে চোখ সরাতে পারবেন না।

বাবার মত পুরুও বলিউডে পা রেখেছিলেন একসময়। কিন্তু সফল হতে পারেননি। একটা সময় পর তিনি ছেড়ে দেন অভিনয়। পুরু বিয়ে করেছেন এক ক্রোয়েশিয়ান মডেলকে। তার স্ত্রীর নাম কোরালজিকা গ্রাডাক। ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা অনুধাবন করতে মুম্বাইতে এসেছিলেন কোরালজিকা। এরপর তিনি মডেলিং শুরু করেন। তখনই এক কমন ফ্রেন্ডের সূত্রে দুজনের আলাপ হয়। প্রেমে পড়ে বেশ কিছুদিন লিভ ইনেও ছিলেন দুজনে।

Koraljika Grdak And Puru rajkumar

প্রায় ৭ বছর সম্পর্কে থাকার পর ২০১১ সালে পুরু এবং কোরালজিকা বিয়ে করেন। তাদের বিয়েতে দুই পরিবারেরই মত ছিল। তাদের বিয়েটা প্রথমে ক্রোয়েশিয়ান নিয়মে হয়। প্রায় ত্রয়োদশ শতাব্দীর সেন্ট মার্কস গির্জাতে খ্রিস্টীয় ধর্মে দুজনে বিয়ে করেন। বিয়ের শপথ নেওয়া হয় ক্রোয়েশিয়ান ভাষায়। এই ভাষা পুরুকে শিখিয়েছিলেন কোরালজিকা। তারপর তারা ভারতে চলে আসেন এবং এখানে এসেও ধুমধাম করে আবার বিয়ে করেন।

আরও পড়ুন : অজয় দেবগন নন, এই বিবাহিত অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন তাবু

Koraljika Grdak And Puru rajkumar

আরও পড়ুন : ভোগ ছেড়ে ত্যাগের পথে! বলিউড ছেড়ে সন্ন্যাসিনী হয়ে জীবন কাটাচ্ছেন এই ৫ সুন্দরী নায়িকা

ভারতে হিন্দু রীতিতেও তারা সাত পাকে ঘোরেন। তাদের দুই রীতির বিয়েতেই বেশ জাঁকজমক হয়েছিল। হিন্দু রীতির বিয়েতে কোরালজিকা লাল রঙের লেহেঙ্গাচোলি পরেছিলেন। আর পুরু পরেছিলেন একটি শেরওয়ানি। বিয়ের পরেও কিছু বছর বলিউডে সংঘর্ষ করেছিলেন পুরু। ২০১৪ সালে তার শেষ ছবি অ্যাকশন জ্যাকসন মুক্তি পায়। এরপর আর অভিনয় করেননি তিনি।