সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার নায়িকা ভাগ্যশ্রীকে মনে আছে? ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন ভাগ্যশ্রী। এটাই ছিল তার প্রথম সিনেমা, আর এটাই শেষ। এরপরে আর কখনও ভাগ্যশ্রীকে কোনও সিনেমায় দেখা যায়নি। আসলে এই সিনেমা শেষ হতেই বিয়ে করে নেন ভাগ্যশ্রী। আর তারপরেই ছেড়ে দেন অভিনয়। আসলে স্বামীর কারণেই তিনি আর অভিনয় করতে পারেননি। কাকে বিয়ে করেছিলেন ভাগ্যশ্রী?
কাকে বিয়ে করেছিলেন ভাগ্যশ্রী?
৯০ এর ওই দশকে বিয়ে করে নিলে নায়িকাদের দাম কমে যেতে বলিউডে। কারণ বিবাহিতা নায়িকাদের সিনেমা দেখতে মোটেও পছন্দ করতেন না দর্শকরা। আবার অনেকে কেরিয়ারের টপে থাকতে শুধুমাত্র সংসার করবেন বলে বলিউড ছেড়ে দিয়েছেন। ভাগ্যশ্রীও খুবই কম বয়সে প্রথম সিনেমা হিট হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসেন। তার স্বামী হলেন হিমালয় দাসানি। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
কেন অভিনয় ছেড়ে দিলেন ভাগ্যশ্রী?
ম্যায়নে পেয়ার কিয়া সিনেমাটি করার সময়ই হিমালয়ের সঙ্গে ভাগ্যশ্রীর আলাপ হয়। অল্প কিছু দিনের মধ্যেই একে অপরের প্রেমে পড়ে যান দুজনে। ভাগ্যশ্রী তখন হিমালয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তার সহঅভিনেতা সালমান খান শুটিংয়ের মাঝে প্রায় সময় হিমালয়ের কথা তুলে ভাগ্যশ্রীর সঙ্গে মজা করতেন। এই সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্যশ্রী এবং হিমালয়ের বিয়ে হয়ে যায়। সিনেমা তখন সুপারহিট। ভাগ্যশ্রীর সামনে একের পর এক নতুন নতুন সিনেমার অফার আসছে সেই সময়। হঠাৎ অভিনেত্রী এক অদ্ভুত বায়না করে বসলেন।
আরও পড়ুন : ভাগ্যশ্রীর থেকেও সুন্দরী তার মেয়ে আজ বলিউডের হিরোইন, দেখুন ছবিগ্যালারি
আরও পড়ুন : সালমানের দ্বিগুণ টাকা পেয়েছিলেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে ভাগ্যশ্রীর পারিশ্রমিক কত ছিল জানেন?
ম্যায়নে পেয়ার কিয়া হিট হওয়ার পর ভাগ্যশ্রী রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। তখন তিনি প্রযোজকদের কাছে দাবি করেন এবার থেকে তিনি শুধু তার স্বামীর সঙ্গেই অভিনয় করবেন। অর্থাৎ তিনি যে সিনেমা করবেন, তাতে তার স্বামীকেই হিরো হিসেবে নিতে হবে। আসলে হিমালয়ের মনেও বলিউড নায়ক হওয়ার স্বপ্ন ছিল। নিন্দুকেরা বলেন স্ত্রীর সাফল্যের সিঁড়ি বেয়ে বলিউডে আধিপত্য জমাতে চেষ্টা করেছিলেন হিমালয়। ভাগ্যশ্রী এবং হিমালয় এরপর পায়েল, ত্যাগী, কয়েদ মে হ্যায় বুলবুল নামের তিনটি সিনেমা করেন। ১৯৯২ সালে মুক্তি পায় এই তিনটি সিনেমা। তিনটিই সুপার ফ্লপ হয়েছিল। হিমালয়ের কেরিয়ার তো বলিউডে গড়ে উঠতে পারলই না, উল্টে তার জেদ ভাগ্যশ্রীরও কেরিয়ার নষ্ট করে দিল। ভাগ্যশ্রীও এরপরে আর অভিনয় দুনিয়াতে ফিরতে পারলেন না।