সান বাংলার ভিডিও বউমা হোক কিম্বা স্টার জলসাতে দুই শালিক সিরিয়ালে দেবার পিসি, অভিনেত্রী রেশমি সেনকে এখন আবার নিয়মিত দেখা যাচ্ছে টিভির পর্দায়। দু-তিন বছর নয়, ৪-৫ বছরও নয়, একটানা ১৬ বছর তিনি টলিউডে পা রাখেননি। সুপারস্টারের ঘরণী হয়ে শুধু সংসার এবং সন্তান নিয়েই কাটছিল তার জীবন। কিন্তু ১৬ বছর পর আবার অভিনয়ে ফিরেছেন রেশমি। এবং বেশ দাপটের সঙ্গেই কাজ করছেন তিনি।
রেশমি সেনের স্বামী কে?
ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন রেশমি সেন। একদম কম বয়সে তিনি থিয়েটার করতে শুরু করেন। অভিনয়টা তার রক্তেই ছিল। কিন্তু তাল কাটলো বিয়ের পর। তিনি বিয়ে করেছেন টলিউডের প্রখ্যাত অভিনেতা কৌশিক সেনের স্ত্রী তিনি। কিন্তু বিয়ের পর আর অভিনয় করা সম্ভব হয়নি তার পক্ষে। সংসার, মাতৃত্ব এবং পারিবারিক দায়িত্বের মাঝে পড়ে কোথায় যেন হারিয়ে গেলেন অভিনেত্রী রেশমী সেন।
অবশেষে দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এখন তাকে ব্যাক টু ব্যাক বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। অথচ একটা সময় ছিল যখন অভিনয়ে ফেরা নিয়ে তার মনে দ্বিধা ছিল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি জানতাম অভিনয় আমার রক্তে কিন্তু সংসারের জন্য সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। মাঝেমধ্যে মনে হতো আমার জায়গা হয়তো কেউ নিয়ে নিয়েছে। হয়তো আর ফিরতে পারবো না। এটা সত্যিই মানসিকভাবে খুব কঠিন সময় ছিল।”
আরও পড়ুন : সিরিয়াল থেকে টলিউডে পা! এই তারকা অভিনেত্রীর সঙ্গে সিনেমা করবেন দেবচন্দ্রিমা
View this post on Instagram
আরও পড়ুন : সুপারস্টার নায়িকার সুপারফ্লপ স্বামী! কাকে বিয়ে করেছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ভাগ্যশ্রী?
তিনি আরও বলেছেন, “ক্যামেরার সামনে দাঁড়ানোর পর যেন মনে হল নতুন এক জীবন শুরু করলাম। ভয় ছিল, আমি কি পারব? দর্শকেরা কি আমাকে আবার গ্রহণ করবেন? কিন্তু তাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে এত বছর পরেও কিছুই বদলায়নি।” রেশমির ছেলে ঋদ্ধি সেনও বেশ জনপ্রিয় একজন অভিনেতা। সন্তান বড় এবং কেরিয়ারে থিতু হয়ে যাওয়ার পর আবার নিজের জগতে ফিরে এলেন রেশমি।