রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন অভিনব চন্দ্রচূড়! জানেন কে এই আইনজীবী?

দেশজুড়ে ছিছিক্কার, সোশ্যাল মিডিয়ায় আনফলো করার হিড়িক, চরম নিন্দে-সমালোচনা আর সেইসঙ্গে হুমকি, তার সঙ্গে উপরি পাওনা দেশজুড়ে একাধিক মামলা, গ্রেফতারির দাবি। ইন্ডিয়াস গট ল্যাটেন্টে বেফাঁস মন্তব্য করে চরম বিপাকে পড়েছেন বিয়ারবাইসেপস ওরফে রণবীর আল্লাহবাদিয়া। এই বিপদের দিনে রণবীরকে আইনগত দিক থেকে রক্ষা করতে আসরে নেমে পড়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অভিনব চন্দ্রচূড়। যে সে উকিল নন তিনি, রীতিমতো দুঁদে উকিলকে পাশে পেয়েছেন রণবীর। জানেন কে এই ব্যক্তি?

কে এই অভিনব চন্দ্রচূড়?

রণবীরের বিরুদ্ধে হওয়া এফআইআরগুলোকে একত্রিত করতে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন তার আইনজীবী অভিনব চন্দ্রচূড়। বর্তমানে রণবীরের আইনজীবীর প্রতি কৌতূহল বাড়ছে নেট নাগরিকদের। আর হবে নাই বা কেন? অভিনবের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ওরফে ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ওরফে ওয়াইভি চন্দ্রচূড়ের নাতি। তবে বাবা যতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ততদিন ছেলে অভিনবকে একদিনের জন্যেও সুপ্রিমকোর্টের কোনও মামলায় সওয়াল করতে দেখা যায়নি। কারণ তাদের মনে হয়েছিল বাবা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন ছেলেরা মামলা লড়লে পক্ষপাতিত্ব কিংবা স্বার্থের সংঘাত বাঁধতে পারে। ছেলেদের এমন মূল্যবোধে গর্বিত ছিলেন চন্দ্রচূড়।

 Abhinav Chandrachud

অভিনব চন্দ্রচূড় শিক্ষাগত যোগ্যতা 

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তিনি তার দুই ছেলে অভিনব এবং চিন্তনকে সুপ্রিমকোর্টে একবার মামলা করতে বলেছিলেন। কিন্তু বাবা যেহেতু প্রধান বিচারপতি, তাই দুই ছেলেই সুপ্রিম কোর্টে কোনও মামলা লড়তে রাজি হননি। তবে ডি ওয়াই চন্দ্রচূড় এখন আর সুপ্রিম কোর্টের বিচারপতি নন। অভিনবও তাই এবার ফুল ফর্মে ফিরেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে। ২০০৮ সালে মুম্বাইয়ের গভর্নমেন্ট ল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি। সাংবিধানিক আইনে বিচারপতি ডিপি ম্যাডন পুরস্কার জিতেছিলেন। তারপর হাভার্ড ল স্কুল থেকে আইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনব। এখানেই থেমে থাকেননি তিনি। স্টানফোর্ড ল স্কুল থেকে সায়েন্স অফ ল নিয়েও তিনি স্নাতকোত্তর ডিগ্রী নেন।

পড়াশোনার পর তিনি গিবসন ডন এন্ড ক্র্যাচারে সহযোগী আইনজীবী হিসেবে কাজ করেছেন বহুদিন। ওকালতির পাশাপাশি লেখক এবং শিক্ষাবিদ হিসেবেও তার যথেষ্ট দক্ষতা আছে। তার লেখা বইগুলোর মধ্যে অন্যতম ‘সুপ্রিম হুইস্পার্স: কনভারসেশনস উইথ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ১৯৮০-১৯৮৯’ এবং ‘রিপাবলিক অফ রেটরিক: ফ্রি স্পিচ অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া’। সেই অভিনবই এবার বিতর্কিত ইউটিউবারের পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন : নোংরামির সীমা ছাড়ালেন! রণবীরের পর রেবেল কিডের ভিডিও ফাঁস হতেই ধিক্কার দিচ্ছে নেটপাড়া

Abhinav Chandrachud

আরও পড়ুন : ‘বাবা-মায়ের সঙ্গম’ বিতর্কে রেগে আগুন প্রেমিকাও! রণবীরের সঙ্গে সব সম্পর্ক ভাঙলেন নিক্কি

রণবীর আল্লাহবাদিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড়

রণবীর আল্লাহবাদিয়া ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নামক অনুষ্ঠানে বাবা মায়ের যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। বেশ জুড়ে বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রণবীরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংগীতের ৭৯ নম্বর অনুচ্ছেদের আওতায় মামলা করা হয়েছে। অশ্লীল মন্তব্য এবং আচরণের মাধ্যমে মহিলাদের মর্যাদাহানির মামলা হয়েছে। মহিলাদের গোপনীয়তা রক্ষার অধিকারের আইনেও মামলা দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। অভিনব কীভাবে রণবীরকে নির্দোষ প্রমাণ করেন, কোন কোন যুক্তিতে অভিযুক্তকে গ্রেফতারি হাত থেকে বাঁচাতে পারেন সেটাই এখন দেখার।