কেন সাধের অনুষ্ঠানে বরকে ডাকেননি? বরের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি জবাব দিলেন মানসী

দ্বিতীয়বার মা হতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। সম্প্রতি কাছের মানুষদের নিয়ে ৭ মাসের সাধের অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি। কিন্তু এই ‌কাছের মানুষদের মধ্যে কোথাও মানসীর স্বামীকে দেখা যায়নি। সাধের অনুষ্ঠানে নাকি ছিলেনই না তিনি। এরকম একটি অনুষ্ঠানে কেন সন্তানের বাবাকেই বাদ দিলেন মানসী? উঠছে প্রশ্ন।

আসলে মানসীর দ্বিতীয়বার গর্ভধারণের খবর প্রকাশ পাওয়ার আগে তার বিবাহিত জীবন নিয়ে ব্যাপক গসিপ শুরু হয়েছিল। স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে তার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। অভিনেত্রী মুম্বাইতে কাজ করতে যাওয়ার পর তাদের দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এমনকি দিদি নাম্বার ওয়ানৈর মত ওপেন প্ল্যাটফর্মে মানসী বলেছিলেন স্বামীর প্রতি তিনি কোনও টান অনুভব করেন না। কিন্তু মানসী আবার মা হওয়ার খবর দিতেই এল চমক।

Manosi Sengupta

সাধের অনুষ্ঠানে মানসীর স্বামীকে দেখতে না পেয়ে সকলেই প্রশ্ন তুলছেন। এই প্রসঙ্গে মানসী অবশেষে মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেছেন, ‘‘আমার শ্বশুরবাড়িতে কেউ নেউ। শ্বশুর-শাশুড়ি অনেক দিন হল মারা গিয়েছেন। লোকজন বলতে আর কেউ নেই। আমার স্বামীকেও ডাকিনি। বাড়িতে যে দিন সাধের অনুষ্ঠান হবে সেদিন সবাই থাকবে।’’ মানসী এও বলেছেন তার স্বামী ক্যামেরার সামনে আসতে লজ্জা পান। তিনি আড়ালে থাকতেই পছন্দ করেন।

আরও পড়ুন : ডিভোর্সের পরেও কেন স্বামীর পদবী ব্যবহার করেন জুন মালিয়া? তার আসল নাম কী?

Manosi Sengupta

আরও পড়ুন : শাশুড়ির থেকে বড় জামাই! শাশুড়ি, বউয়ের সঙ্গে কাঞ্চনের বয়সে পার্থক্য কত?

সেই সঙ্গে স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, ‘‘একটা কথা বলতে আমার কোনও আপত্তি নেই আমাদের ভাল সম্পর্ক ছিল না। আমাদের একটা মেয়ে আছে। তাই ওর জন্য সব ঠিক করে নিয়েছি। তাই ফেসবুকেও ওর ছবি দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই দিই না। তবে এখন আমাদের মধ্যে কোনও সমস্যা নেই’’।