‘‘হনুমান তো ভগবান নন, শুধুই রামভক্ত!”, ‘আদিপুরুষ’ লেখকের বক্তব্যে ক্ষোভের বন্যা নেটপাড়ায়

অনেক বাধাবিপত্তি কাটিয়ে ১৬ জুন মুক্তি পেয়েছে কৃতি শ্যানন (Kriti Sanon), প্রভাস (Prabhas) অভিনীত আদিপুরুষ (Adipurush)। কিন্তু মুক্তির আগে থেকেই বিতর্কে জড়িয়েছে ছবিটি। ছবিতে হাস্যকর ভিএফএক্স, গল্পের নির্মাণ নিয়ে তর্কবির্তক ছিলই। আর তারপর ছবিটি মুক্তি পাওয়ার পর ছবিতে বিভিন্ন ডায়লগ নিয়ে বিতর্কে জড়িয়েছে আদিপুরুষ। এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে একাধিক আইনি জটিলতার জালেও পড়তে হয়েছে এই ছবিকে।

তবে এই মুহূর্তে সব থেকে বেশি দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির (Manoj Muntashir) -কে। অভিযোগ উঠেছে আদিপুরুষে হনুমান-সহ রামায়ণের পৌরাণিক চরিত্রগুলির মুখে যে সংলাপ দেওয়া হয়েছে, তা অত্যন্ত কুরুচিকর। আর এসবের মধ্যেই এবার হনুমান প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসলেন মনোজ। যার ফলে দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হল লেখককে।

ADIPURUSH MOVIE

এদিন সংলাপ লেখক মনোজ মুন্তাসির আদিপুরুষে হনুমানের সংলাপ প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘বজরংবলী ভগবান নন, তিনি শুধুই ভক্ত। তাকে আমরাই ভগবান বানিয়েছি।’’ ছবিতে বজরংবলীর মুখে যে সংলাপ নিয়ে এত বিতর্ক, সেই প্রসঙ্গে নিজের কাজের পক্ষে মনোজ বলেন, ‘‘হনুমান কখনও দার্শনিকদের মত কথা বলে না।’’

আসলে আদিপুরুষ মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবির কিছু সংলাপ নিয়ে দর্শকদের মনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হনুমানের সংলাপ নিয়ে তোলপাড় চলছে নেটপাড়ায়। বজরংবলী লঙ্কাতে পৌঁছানোর পর যখন তাকে বেঁধে এনে লেজে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন তাকে বলতে শোনা যায়, “কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার”।

ADIPURUSH MOVIE DIALOUGES

স্বভাবতই হনুমানের মুখে এমন ভাষা দর্শকরা আশা করেননি। শুধু তাই নয়, এর পরের একটি দৃশ্যে দেখানো হয় রাম হনুমানকে প্রশ্ন করেন, কি হয়েছে? জবাবে হনুমান বলেন, “বলেছি যারা আমাদের বোনেদের হাত লাগাবে, তাদের লঙ্কা লাগিয়ে দেব!” এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন সাফাই দিতে গিয়ে মনোজ বজরংবলীকে ভগবান হিসেবে মানতে চাইলেন না।

ADIPURUSH MOVIE DIALOUGES

আরও পড়ুন : রামায়ণের তীব্র অপমান! এই ৫ ভুলের কারণে ‘আদিপুরুষ’ বয়কটের ডাক দিচ্ছেন দর্শকরা

যদিও মনোজের এ হেন মন্তব্যের পর তিনি ফের আক্রামণের মুখে পড়েন। কেউ জানিয়েছেন, ‘‘আপনার এই মুহূর্তে সাক্ষাৎকার দেওয়া বন্ধ করা উচিত।’’ অন্য আরও এক জন জানিয়েছেন, ‘‘আপনি একটু ভাল করে যাচাই করুন।’’ এমনকি মনোজকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে ক্ষত্রিয় করণী সেনার এক সদস্য। তারপরই মুম্বই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন মনোজ।

আরও পড়ুন : ‘আমি কখনোই রামের নামে ছেলের নাম রাখবো না!’ বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কে সইফ