ভক্তদের কাছে হাত পাতলেন ‘মানিকে মাগে হিথে’ গায়িকা! চাইলেন অর্থসাহায্য

‘মানিকে মাগে হিথে’র (Manike Mage Hithe) ইয়োহানি ডি সিলভাকে (Yohani De Silva) চেনেন না এমন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। শ্রীলঙ্কান এই গায়িকার এই একটি গান ফের একবার প্রমাণ করেছে সঙ্গীতের কোনও ভাষা হয় না। নইলে সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিথে’ সারাবিশ্বের মন জয় করত কিভাবে? গানের অর্থ না জানলেও, সঠিক উচ্চারণ করতে না পারলেও এই গান প্রত্যেক সঙ্গীত অনুরাগীদের মন জয় করে নিয়েছে নিমেষে।

ভাইরাল এই গানের দৌলতে অনেক নাম পেয়েছেন ইয়োহানি। এক নিমেষে মধ্যেই বেড়েছে তার ব্যাঙ্ক ব্যালেন্স। খুব কম সময়ের মধ্যেই তিনি শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ নামে পরিচিতি পেয়েছেন। তবে আচমকা ঘটল ছন্দপতন। কিছুদিন আগে পর্যন্ত যার গান সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল, ভাষার বেড়াজাল টপকে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মন জয় করেছিল, সেই গায়িকাকেই হঠাৎ সোশ্যাল মিডিয়াতে হাত পাততে হল!

Tum Ko Paya Hai To Khoya Hoon By Yohani

সিংহলি গায়িকা ইয়োহানি সোশ্যাল মিডিয়াতে হাত পেতেছেন তার নিজের দেশের জন্য। বর্তমানে শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার খবর সকলেরই জানা। ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একটা দেশ কার্যত ধ্বংস হয়ে যাওয়ার মুখে পড়েছে! এই কঠিন পরিস্থিতিতে সারা বিশ্বের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনও উপায়ান্তর দেখছেন না ইয়োহানি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই মর্মে একটি পোস্ট করেছেন গায়িকা। আসলে বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে # ফর শ্রীলঙ্কা নামের একটি প্রচার অভিযান চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে ‘গো ফান্ড মি’ নামের একটি তহবিলও গঠন করা হয়েছে। এই তহবিলে ১ মিলিয়ন USD সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার অংশীদার হলেন ইয়োহানি।

 

View this post on Instagram

 

A post shared by Yohani (@yohanimusic)

তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়ে জনসাধারণের কাছে আবেদন রেখেছেন, “সবাইকে অভিবাদন, আমি আশা করি বিশ্বের যেকোন জায়গা থেকে আমার সংগীতের সমস্ত ভক্তরা আমাকে আমার সংগীত ছাড়াও কিছু সম্পর্কে কথা বলতে দেবেন, যা আমার হৃদয়ের খুব কাছের। যদিও আমি গত কয়েক সপ্তাহ ধরে ভারতে ছিলাম, কিন্তু আমার হৃদয় শ্রীলঙ্কায় রেখে এসেছি, যেখানে আমার দেশবাসী আমাদের দেশের স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।”