আরও এক বড় চমক নিয়ে এলো জি বাংলা। দুর্দান্ত সিরিয়ালের প্রোমো, আর সেই সঙ্গে জনপ্রিয় নায়িকার কামব্যাকের খবর, বলতে গেলে এ যেন একেবারে জোড়া ধামাকা। আসছে দুগ্গামণি ও বাঘমামা। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার মা সিরিয়ালের মতই নাকি আরেকটি সিরিয়াল আসছে। অবশেষে প্রকাশ্যে এল দুগ্গামণি ও বাঘমামার প্রোমো। সিরিয়ালের গল্প এবং কাস্টিংয়ে থাকছে দুর্দান্ত চমক।
বহুদিন পর ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী
হারিয়ে যাওয়া মেয়ে ও মায়ের গল্প জি বাংলার এই নতুন সিরিয়ালের প্রেক্ষাপট। মেয়ের ভূমিকায় অভিনয় করছে শিশু অভিনেত্রী রাধিকা কর্মকার। যাকে এর আগে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে মোহনা মাইতির মেয়ের ভূমিকায় দেখেছেন দর্শকরা। সেই রাধিকা এবার মানালির মেয়ে হয়ে পর্দায় ধরা দেবে। হ্যাঁ, এই সিরিয়ালের নায়িকা তথা দুগ্গামণির মায়ের ভূমিকায় অভিনয় করবেন মানালি দে।
মানালির শেষ অভিনীত সিরিয়াল
এর আগে মানালি দের টিভির পর্দায় শেষ অভিনীত সিরিয়ালটি ছিল জি বাংলারই কার কাছে কই মনের কথা। এই সিরিয়ালটি একটি সামাজিক বার্তা নিয়ে এসেছিল। গত বছরই এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হয়েছে। এক বছরের মাথাতেই আবার নতুন সিরিয়াল নিয়ে এলেন মানালি। প্রথম ঝলকেই কার্যত নজর কাড়লো দুগ্গামণি। প্রোমো দেখে রীতিমত প্রশংসায় পঞ্চমুখ সকলে।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে কমছে TRP! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : বহুদিন পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা! বিপরীতে থাকবেন এই টিআরপি টপার নায়ক
দুগ্গামণি ও বাঘমামা সিরিয়ালের প্রোমো
দুগ্গামণি একটি ছোট্ট মেয়ে। সে তার মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছে। তার ঠাঁই হয়েছে একটি অনাথ আশ্রমে। কিন্তু সেই অনাথ আশ্রমের লোকেরা তাকে বিক্রি করে দিতে চায়। তাই দুগ্গামণি পালিয়ে আসে এবং একটি বাড়িতে এসে আশ্রয় নেয়। সেখানে দুর্গা ঠাকুরের চক্ষুদান হচ্ছিল। দুগ্গামণি মা দুর্গার কাছে আশ্রয় চায়। তারপর নিজেই মায়ের চোখ এঁকে দেয়। এরপর হঠাৎ মায়ের কৃপায় দুগ্গামণির তৃতীয় চক্ষু খুলে যায়। সে অন্যের মনের কথা বুঝতে শুরু করে। এই বাড়িতেই দুগ্গামণি তার মায়ের দেখা পায়। এরপর কি ঘটবে? জানতে হলে নজর রাখতেই হবে জি বাংলার পর্দায়। তবে আপাতত চট করে দেখে নিন এই নতুন সিরিয়ালের প্রোমো।