কুম্ভস্নানের পর স্ত্রীকে খুন করে বাড়িতে ফিরলেন স্বামী! হাড়হিম করা ঘটনা দিল্লিতে

মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান করে স্ত্রীকে নিজের হাতে খুন করে বাড়িতে ফিরে এলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। স্ত্রীকে খুন করার পর পুলিশের কাছে নিখোঁজ ডায়রিও করেছিলেন তিনি। তবে ধরা পড়ে গেলেন অবশেষে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনা কার্যত শিহরিত করছে গোটা দেশকে। পুণ্য স্নানের নামে আসলেই কি তবে স্ত্রীকে খুন করতে গিয়েছিলেন ওই ব্যক্তি?

গত ১৮ই ফেব্রুয়ারি দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা অশোক কুমার স্ত্রীকে নিয়ে কুম্ভে যান। বাড়িতে জানিয়েছিলেন পুণ্য স্নানের পর আশেপাশের জায়গাগুলো ঘুরে তবে বাড়ি ফিরে আসবেন। সেইমতো দুজনে মিলে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করেন। তারপর খাওয়া-দাওয়া, ঘোরাফেরাও করেন। এমনকি স্নানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন তারা। এরপর হোটেলে ফিরে স্ত্রীকে খুন করেন অশোক।

Mahakumbh

স্ত্রীর মৃত্যুর পর একাই বাড়িতে ফিরে আসেন অশোক। স্ত্রীর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছেন তার স্ত্রী। তবে সন্দেহ হয় অশোকের ছেলের। সে তার মামাকে ফোন করে বিষয়টি জানায়। এরপর ২১ শে ফেব্রুয়ারি প্রয়াগরাজ থেকে পুলিশের ফোন আসে। ততদিনে অশোকের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ফেলেছে পুলিশ। খবর পেয়ে দিদির দেহ সনাক্ত করতে প্রয়াগরাজে চলে যান মৃতার ভাই।

আরও পড়ুন : সিনেমাকেও হার মানাবে! বরের গাড়ির টায়ার পাংচার করে বউকে নিয়ে পালালো প্রেমিক

Mahakumbh

আরও পড়ুন : অফিসের মতই শিফটে চলে স্বামীর ডিউটি! ভাগাভাগিতে ২ স্ত্রীর সঙ্গে সংসার করছেন এই ব্যক্তি

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে অশোক এবং তার স্ত্রী সেখানে বুকিং করলেও কোনও প্রমাণপত্র দেননি। ওই হোটেল থেকেই পুলিশের কাছে এক মহিলার দেহ উদ্ধারের খবর পাঠানো হয়। এরপর অশোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার শ্যালক। সেই ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।