Mamata Banerjee : বাংলার ইতিহাসে এই প্রথমবার ঘটতে চলেছে এমন ঘটনা। দিদি নাম্বার ওয়ানের (Didi Number One) মত রিয়েলিটি শোয়ের স্পেশাল পর্বে উপস্থিত হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। যদিও শুটিং অবশ্য হয়েছে আগেই। এখন শুধু সম্প্রচার বাকি। তাই মূল পর্বের সম্প্রচারের আগে চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হচ্ছে মমতা স্পেশাল এপিসোডের নানা ঝলক। সম্প্রতি যেমন নাচের একটি ভিডিও শেয়ার হল।
Mamata Banerjee in Zee Bangla Didi No 1
গত ২১ শে ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নাম্বার ওয়ানের শুটিং করতে এসেছিলেন মমতা ব্যানার্জী। আগামী ৩রা মার্চ অর্থাৎ রবিবারের স্পেশাল পর্বে সম্প্রচার হবে এই এপিসোড। তাই প্রচারে কোনও খামতি রাখছে না চ্যানেল কর্তৃপক্ষ। মমতার সঙ্গে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীও। ডোনা, মমতা এবং রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) একটি নাচের ভিডিও নিয়ে চর্চা এখন তুঙ্গে।
‘পিন্দারে পলাশের বন, পলাব পলাব মন’, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে লাইভ মিউজিকের তালে তালে ডোনা, রচনা এবং মমতা ব্যানার্জী ঝুমুর গানের তালে নাচলেন। মমতা ব্যানার্জীর পায়ে হাওয়াই চটি, ঠোঁটের কোণে হাসি। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এভাবে নাচতে দেখা গিয়েছিল। সেই নিয়ে অবশ্য সমালোচনা কম হয় না। তবে বাংলার দিদি থোড়াই কেয়ার তাতে।
এই বিশেষ পর্বে মমতা ব্যানার্জী তার ছোটবেলার স্ট্রাগলের কথা শোনাবেন রচনাকে। এর আগে একটি ঝলকে তাকে বলতে শোনা গিয়েছিল তিনি রোজ ভোর তিনটের সময় উঠে রান্নাবান্না করে স্কুলে যেতেন। এছাড়াও তিনি গান গাইবেন, নিজের লেখা কবিতা পড়বেন, নিজের হাতে ছবি আঁকবেন। কাজেই এই স্পেশাল পর্বে যে চমকের উপর চমক থাকবে তা নিশ্চিত।
বাংলার মুখ্যমন্ত্রী সর্বগুণসম্পন্না। নাচে, গানে, আঁকায়, কবিতা লেখায় তিনি পটু। তার লেখা কবিতার বই কবিতাবিতান থেকে তিনি পাঠ করবেন “আমার লক্ষ্মী চন্দ্র সূর্য আকাশে জ্বলে তারা”। আবার কখনও তাকে “আহা কি আনন্দ” গান গাইতে শোনা যাবে। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে মিলে অবশ্য খেলবেনও তিনি। রচনাকে রুটি বেলাও শেখাবেন।
আরও পড়ুন : বেআইনি কাজ করে ফেঁসে গেলেন রচনা ব্যানার্জী! বাংলার ‘Didi No 1’ -এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন : পারিশ্রমিক আকাশ ছোঁয়া! Didi Number One -র এপিসোড পিছু কত বেতন পান রচনা ব্যানার্জী?
ডোনা এবং মমতা ব্যানার্জী ছাড়াও সেলিব্রিটিদের মধ্যে এদিন প্রতিযোগী হিসেবে উপস্থিত থাকবেন অরুন্ধতী হোম চৌধুরী ও শ্রীরাধা বন্দোপাধ্যায়। তবে মমতা ব্যানার্জী অবশ্য প্রতিযোগী হিসেবে অংশ নেবেন না। তাকে স্পেশাল অতিথি হিসেবে ডাকা হয়েছিল। আগামী ৩ রা মার্চ রাত আটটা থেকে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। মুখ্যমন্ত্রীর আগমনে দিদি নাম্বার ওয়ানের টিআরপি যে এই সপ্তাহে হু হু করে বাড়বে তা নিশ্চিত।
View this post on Instagram