এবার হু হু করে বাড়বে টিআরপি! বলিউডের হটবম্ব প্রবেশ করবেন খতরো কে খিলাড়িতে

এবার বোল্ডনেসের ঝড় উঠবে খতরো কে খিলাড়িতেও! বলিউডের হটবম্ব প্রবেশ করছেন রোহিত শেট্টির এই রিয়েলিটি শোতে। খতরো কে খিলাড়ি সিজন ১৫ তে এবার প্রতিযোগীদের মধ্যে থাকবেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে অভিনেতারা। সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তার উপস্থিতিতে এবার হুহু করে বাড়বে টিআরপি।

খতরো কে খিলাড়ি সিজন ১৫ তে থাকবেন মল্লিকা শেরাওয়াত

খাতরো কে খিলাড়ি সিজন ১৫ তে থাকবেন মল্লিকা। যার বোল্ডনেসে হয়েছে এখনও কাবু বলিউড। খোলামেলা পোশাকে ‌বারবার সাহসিকতার সীমা অতিক্রম করেছেন গ্ল্যামার কুইন মল্লিকা। আজও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ক্রেজ কাজ করে। মল্লিকা পা রাখলে শোয়ের গ্ল্যামার বাড়বে, বলছেন নেট নাগরিকরা। যদিও এখনও অফিসিয়াল ভাবে কোনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু মল্লিকার উপস্থিতি চূড়ান্ত হয়েছে বলেই বলিউড সূত্রে খবর।

আরও পড়ুন : আলিয়া, দীপিকা সবাই ফেল! বলিউডের সেরা নায়িকা ১৭ বছরের এই অভিনেত্রী

 Mallika Sherawat

আরও পড়ুন : ৬৭ তেই প্রাণ হারাবেন শাহরুখ-সালমান! জ্যোতিষীর গণনায় তোলপাড়

খতরো কে খিলাড়ি সিজন ১৫ এর প্রতিযোগীদের তালিকা

মল্লিকা ছাড়াও শোতে থাকবেন ইশক কা রং সাফেদ, ইশক সুবহানাল্লাহ, সির্ফ তুম সিরিয়াল খ্যাত অভিনেত্রী ইশা সিং। এছাড়াও প্রতিযোগিদের তালিকায় রয়েছেন এলভিন যাদব, অবিনাশ মিশ্র, দ্বিগবিজয় সিং, চুম দারাং, মহসিন খান, সিদ্ধার্থ নিগম, বশির আলি গুলকি জোশী, ভাবিকা শর্মারা। তবে শো টপার তো হবেন মল্লিকাই। আর তিনি এই শোয়ের অংশ হলে অন্যান্য প্রতিযোগীদের যে বেশ কসরত করতে হবে তা বলাই বাহুল্য।