Bold Web Series : স্বামীকে লুকিয়ে পরপুরুষের বিছানায় স্ত্রী! দরজা বন্ধ করে দেখুন বৌদির কীর্তি

স্বামীকে লুকিয়ে ভাড়াটের সঙ্গে বিছানায় বৌদি, লুকিয়ে দেখুন বৌদির গোপন কীর্তি

Bold Web Series : ওটিটি (OTT) মাধ্যমগুলোতে বোল্ড সিরিজের (Bold Web Series) চাহিদা এখন তুঙ্গে। যতদিন যাচ্ছে ওটিটিতে বোল্ড ওয়েব সিরিজ ও শর্ট ফিল্মের চাহিদা বাড়ছে দর্শকদের মধ্যে। সিরিয়াল-সিনেমার বদলে দর্শকদের একটা বড় অংশের বিনোদনের মাধ্যম এই ওটিটি। আজকের এই প্রতিবেদন এমনই একটি জনপ্রিয় ১৮+ ওয়েব সিরিজকে নিয়ে যেখানে রয়েছে ভরপুর যৌনতা।

যেহেতু সেন্সর বোর্ডের কাঁচি ওটিটিতে চলে না তাই ঘনিষ্ঠ দৃশ্য চলে রমরমিয়ে। প্রাইম শট এন্টারটেইনমেন্ট (PrimeShots Entertainment) নামের একটি ওটিটি মাধ্যমে সদ্য মুক্তি পেয়েছে ‘মালকিন ভাবি ২’ (Malkin Bhabhi 2)। এই সিরিজটিকে নিয়ে এখন দর্শক মহলে চর্চা চলছে তুঙ্গে। কারণ এতে রয়েছে ভরপুর যৌনতা। সিরিজে দেখানো হয়েছে কীভাবে এক মহিলা তার বাড়ির ভাড়াটের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন।

Malkin Bhabhi 2

‘মালকিন ভাবি ২’ এর গল্প অনুসারে নায়িকা তার স্বামীকে সন্দেহ করে। সে মনে করে তার স্বামী অন্য কারও সঙ্গে পরকীয়া করছে। এমনকি যে মেয়েটিকে নিয়ে তার সন্দেহ সেই মেয়েটি নিজেই এসে তাকে জানায় যেহেতু সে তার স্বামীকে ছাড়ছে না তাই তার স্বামী অন্য কারও হতেও পারছে না।

এরপর দেখানো হয় সেই বাড়িওয়ালি নায়িকা তার ভাড়াটের কাছে ভাড়া চাইতে আসে। টাকা চাইতে এসে ভাড়াটেকেই পছন্দ হয়ে যায় তার। তারপর দূরত্ব কমে আর ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। এরপর কী হবে? জানতে হলে সরাসরি দেখুন ‘মালকিন ভাবী ২’। যারা এই ধরনের কনটেন্ট পছন্দ করেন তাদের জন্য সব ধরনের মশলা রয়েছে ‘মালকিন ভাবী ২’তে।

আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস

Malkin Bhabhi 2

আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ

কীভাবে কোথায় দেখবেন ‘মালকিন ভাবী ২’?

এই পপুলার ওয়েব সিরিজটি দেখার জন্য আপনাকে প্রাইম শট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তার সাবস্ক্রিপশন নিতে হবে। তাহলেই আপনি সম্পূর্ণ সিরিজটি দেখতে পাবেন। এই ধরনের আরও অনেক কনটেন্ট আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনে। এই প্রতিবেদনে রইল সিরিজের ট্রেলার।