জি বাংলার মিঠিঝোরা সিরিয়ালের গল্প যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। একাধিকবার স্লট বদলাচ্ছে এই সিরিয়ালের। গল্পে একটার পর একটা নতুন নতুন চমক আসছে। পাল্লা দিয়ে ধারাবাহিকের টিআরপিও একটু একটু করে সাড়া দিচ্ছে। তাই এখন গল্প শেষ করার পরিবর্তে নতুন নতুন চমক আনার চেষ্টা চালাচ্ছে নির্মাতারা। রাই এবং নিলুর গল্পে এবার পা রাখবেন দারুণ জনপ্রিয় অভিনেতা। গল্পে এবার নতুন এক নায়ককে দেখানো হবে।
মিঠিঝোরা সিরিয়ালের নতুন টুইস্ট
রাই অন্তঃসত্তা এটা জানার পর থেকেই নানা ভাবে তার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নীলু। তার নজর পড়েছে জামাইবাবু অনির্বাণের উপর। জামাইবাবুর বিরুদ্ধে ধর্ষণের শ্রেষ্ঠ অভিযোগ তুলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে নীলু। রাইয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছে সে। এদিকে আবার রাই এবং নীলুর বোন স্রোতের সংসারেও সমস্যা চলছে। স্রোত এবং সার্থক একে অপরকে ভালবাসলেও মনের কথা বলতে পারছে না।
মিঠিঝোরাতে পা রাখবেন নতুন নায়ক
ধারাবাহিকের এমন একটা টান টান পরিস্থিতিতে এবার গল্পে প্রবেশ করলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। যাকে ইচ্ছে পুতুল সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। এই গল্পে তার চরিত্রটি কিছুটা অন্যরকম হবে। আগামী দিনে দেখানো হবে নীলুকে কিডন্যাপ করবে একটি দল। যার মাথায় হিসেবে থাকবেন মৈনাক। মৈনাকের চরিত্রটি আবার অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তবে তার আবার দয়ালু মনও রয়েছে। সব মিলিয়ে তার চরিত্রের মধ্যে বেশ কিছু শেডস থাকবে।
আরও পড়ুন : ৮ মাসেই বন্ধ সিরিয়াল! জি বাংলার আরও একটি সিরিয়াল নিয়ে এল খারাপ খবর
আরও পড়ুন : রাতারাতি বদলে গেল নায়ক! ‘গীতা এলএলবি’তে পা রাখবেন এই নতুন অভিনেতা
অনির্বাণ এখন জেলে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া সে। অন্তঃসত্ত্বা নীলু একদিকে স্বামী অন্যদিকে বোনকে নিয়ে নাজেহাল। তার মধ্যে আবার নীলু কিডন্যাপ হয়ে যাবে। গল্পে মৈনাকের প্রবেশ রাইয়ের জন্য ভালো কিছু পরিবর্তন আনবে নাকি আগামীতে তার জীবন আরও সমস্যায় ভরিয়ে তুলবে সেটাই দেখার। সব থেকে বড় কথা মৈনাক এখানে কার জীবনে নায়ক হবেন? রাই নাকি নীলু? এটাও একটা প্রশ্ন।