Mahesh Babu`s Daughter : তেলেগু সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu) এখন প্যান ইন্ডিয়া লেভেলের একজন বড় মাপের তারকা। শুধু নিজের আঞ্চলিক ভাষায় সিনেমা করেই আজ গোটা দেশের কাছে পরিচিতি পেয়েছেন মহেশ বাবু। তার স্ত্রী নম্রতা শিরোদকার (Namrata Shirodkar) একটা সময় ছিলেন বলিউডের টপ নায়িকা। যদিও এখন অভিনয় করেন না তিনি। তাদের দুজনের একমাত্র কন্যা সিতারা (Sitara)। সেও বাবা-মায়ের পথই অনুসরণ করছে।
শুধু মহেশ বাবুর মেয়ে বলে নয়, সোশ্যাল মিডিয়াতে সিতারার আলাদাই একটা পরিচয় গড়ে উঠেছে। বয়স এখন তার মাত্র ১১ বছর। কিন্তু এতটুকু মেয়ে এখন থেকেই ভবিষ্যতের তারকা হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার প্রথম সোপান হিসেবে সে বেছে নিয়েছে মডেলিং। ইতিমধ্যেই নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারের বিলবোর্ডে ঠাঁই পেয়েছে সিতারার ছবি।
এই বয়সেই মডেলিংয়ের দুনিয়ার অন্যতম পরিচিত মুখ সিতারা। এখন সে বিখ্যাত একটি জুয়েলারি সংস্থার প্রচারের মুখ হিসেবে কাজ করছে। সেই গয়নার ব্র্যান্ডের প্রচার করতে নিউইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে ভেসে উঠেছে প্রিন্সেস সিতারার মুখ। এর জন্য কিন্তু বেশ মোটা পারিশ্রমিকও পেয়েছে সে। সেই টাকার অংকটা শুনে নেটিজেনরা ভিরমি খাচ্ছেন।
গত ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন সিতারার ছবি ফুটে ওঠে টাইম স্কোয়ারের বিলবোর্ডে। সিতারাই প্রথম যে কিনা মাত্র ১১ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। মেয়ের সাফল্যে গর্বিত মহেশ এবং নম্রতা। তিনি সোশ্যাল মিডিয়াতে মেয়ের ছবি পোস্ট করে লেখেন, “তুমি টাইম স্কোয়ারের উজ্জ্বল্য বাড়িয়েছ, এইভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো।”
গয়নার এই বিজ্ঞাপনটি করে সিতারা পেয়েছেন ১ কোটি টাকা পারিশ্রমিক। যদিও সেই টাকা কিন্তু তিনি নিজের জন্য রাখেননি। বরং জীবনের প্রথম উপার্জনের পুরো টাকাটাই একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করে দিয়েছেন তিনি। এই স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ মানুষদের জন্য কাজ করে। সিতারার জীবনে বাবাই তার অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতে বাবার মত সুপারস্টার হতে চান।
আরো পড়ুন : অভিনেতা মানেই অশিক্ষিত নয়, ভারতের সবথেকে শিক্ষিত সুপারস্টার কারা জানেন?
২০০৫ সালে নম্রতা শিরোদকর এবং মহেশ বাবুর বিয়ে হয়। তার আগে পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছিলেন নম্রতা। কিন্তু বিয়ের পর তিনি পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে দেন। বিয়ের ঠিক এক বছরের মাথায় তাদের পুত্র সন্তান গৌতমের জন্ম হয়। তার পাঁচ বছরের মাথায় জন্ম হয় সিতারার।
আরো পড়ুন : ‘বাহুবলী’ কিংবা ‘আদিপুরুষ’ নয়, ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি কোনটি জানেন?