Mahendra Singh Dhoni Wife : ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তার স্ত্রী ও কন্যাও সবসময় লাইমলাইটে থাকেন। কিন্তু জানেন কি ধোনির স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) -র শিক্ষাগত যোগ্যতা কতদূর? জানলে আপনিও অবাক হয়ে যাবেন।
Sakshi Dhoni Educational Qualification
জানলে অবাক হবে ভারতের জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির স্ত্রী সাক্ষী ধোনি এবং অনুষ্কা শর্মা দুজনে স্কুলের সহপাঠী ছিলেন। দুই তারকা ক্রিকেটারের স্ত্রী অসমের মার্গেরিটায় সেন্ট মেরিস স্কুলে পড়াশোনা করতেন। সাক্ষী এরপর দেরাদুন বিখ্যাত ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করেন। তারপর রাঁচির জওহর বিদ্যা মন্দির থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন।
স্কুলের পড়া শেষ করার পর সাক্ষী ঔরঙ্গাবাদ থেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেন।আর তারপর যখন তিনি কলকাতার তাজ বেঙ্গল হোটেল থেকে ইন্টার্নশিপ করেছিলেন তখনই তার পরিচয় হয় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। আসলে ধোনি সেই সময় নামকরা ক্রেকেটার হলেও তাকে সাক্ষী প্রথমে চিনতে পারেননি। আর এতেই ধোনির ভালো লেগে যায় সাক্ষীকে।
এরপর ধোনি সেই হোটেলের ম্যানেজারের কাছ থেকে সাক্ষীর নম্বর সংগ্রহ করে সাক্ষীকে মেসেজ করেন। কিন্তু প্রথমে সাক্ষী বিশ্বাস করতে পারেননি যে এমএস ধোনি তাকে মেসেজ করেছেন। তারপর সত্যি জানার পর দুজনের মধ্যে কথা হয়। আর তাদের সেই সম্পর্ক আসতে আসতে প্রেমে পরিণত পাই। প্রায় আড়াই বছর প্রেম করার পর তাদের বিয়ে হয়।
২০১০ সালে ৪ জুলাই মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনির দেরাদুনে বিবাহ হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না শৈশবে সাক্ষী আর ধোনির স্কুল একই ছিলো। এমএস ধোনির জুনিয়র ছিলেন সাক্ষী। এমনকি তাদের দুজনের বাবাও সহকর্মী ছিলেন। তারা রাঁচিতে একে অপরের সহকর্মী ছিলেন।
আরও পড়ুন : নিজের বোনকেই বিয়ে করেছেন এই ভারতীয় ক্রিকেটার? পরিচয় জানলে চমকে যাবেন
ধোনির কঠিন সময়ে সব সময় পাশে থেকেছেন সাক্ষী। পরবর্তীতে ধোনির পরিবারে আসে একটি ছোট্ট টুকটুকে কন্যা সন্তান। নাম জিভা। বর্তমানে সাক্ষী ধোনি অনাথদের সাহায্য করার জন্য একটি সংস্থা খুলেছেন। যার নাম ‘সাক্ষী রাওয়াত ফাউন্ডেশন’। আর তার পাশাপাশি স্বামী আর কন্যা নিয়ে সুখের সংসার করছেন সাক্ষী।
আরও পড়ুন : রূপে যেন লক্ষ্মী প্রতিমা, শচীন-সৌরভ-কুম্বলেদের মেয়েরা এখন কত সুন্দরী হয়েছে দেখুন