গত ২রা মে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। রেজাল্ট দেখে কেউ খুশি কেউ খুশি নয়। যে সকল ছাত্র-ছাত্রীরা মনে করছেন তাদের নম্বর আর একটু বাড়তে পারতো, ঠিকভাবে খাতা দেখা হয়নি তাদের জন্য রয়েছে পুনরায় আবার উত্তরপত্রের মূল্যায়নের সুযোগ। পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ, এই দুটি উপায়ে আবার নিজেদের উত্তরপত্র মূল্যায়নের সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। তবে তার জন্য রয়েছে নির্দিষ্ট আবেদন পদ্ধতি। স্ক্রুটিনি কিংবা রিভিউ আবেদন করবেন কীভাবে? কত টাকা লাগবে? জেনে নিন।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের স্ক্রুটিনি, রিভিউ করবেন কীভাবে?
মধ্যশিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের জন্য পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ, দুটো ব্যবস্থা রেখেছে। তবে সব ছাত্রছাত্রীরা স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন না। এবার আপনাদের জানাবো স্ক্রুটিনি কারা করতে পারবেন ও রিভিউয়ের ব্যবস্থা কাদের জন্য রয়েছে? কীভাবে এর জন্য আবেদন করতে হয় ও কত টাকা লাগবে সবই জানবেন।
স্ক্রুটিনি কারা করবেন?
যেসব ছাত্র-ছাত্রীরা পরীক্ষাতে পাশ করতে পেরেছেন, কিন্তু নম্বর নিয়ে সন্তুষ্ট নন একমাত্র তারাই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। স্ক্রুটিনি আপনি এক কিংবা একাধিক বিষয়ের জন্য করতে পারেন। পিপিএস এর ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র নম্বরগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা ও নম্বরের যোগফল ঠিক মত হয়েছে কিনা সেটাই দেখা হয়।
রিভিউ কারা করবেন?
যে সকল ছাত্র-ছাত্রীরা পরীক্ষাতে ফেল করে গিয়েছেন একমাত্র তারাই রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে খাতা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে। প্রত্যেকটা উত্তর চেক করা হবে। ৮০ টাকা বাড়তি কাজ হতে পারে।
স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করবেন কীভাবে?
স্কুলের মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা স্ক্রুটিনি, রিভিউয়ের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে। নিজের নাম রোল নাম্বার এবং যে বিষয়গুলোর উপর স্ক্রুটিনি, রিভিউ করতে চাইছেন তার জন্য একটি আবেদনপত্র, মার্কশিটের জেরক্স এবং আবেদনের ফি জমা দিতে হবে।
আবেদনপত্রটি একটি সাদা কাগজের উপর নিজের হাতে লিখতে হবে। তাদের নিম্নলিখিত তথ্যগুলো থাকতে হবে :
- নাম
- রোল নম্বর
- রেজিস্ট্রেশন নম্বর
- বিষয়
- সেই সঙ্গে লাগবে মার্কসিটের জেরক্স এবং ফি
স্ক্রুটিনি, রিভিউয়ের আবেদনের ফি কত?
স্ক্রুটিনি করতে প্রত্যেক বিষয়ের জন্য ৮০ টাকা করে লাগবে। রিভিউ করতে চাইলে প্রত্যেক বিষয়ের জন্য ১০০ টাকা করে লাগবে। এছাড়া স্কুল অতিরিক্ত খরচ হিসেবে আবেদন প্রতি ২ টাকা করে নিতে পারে।
আরও পড়ুন : কখন বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? কোন লিংকে দেখবেন ফলাফল?
আবেদনের শেষ তারিখ
২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্টের স্ক্রুটিনি, রিভিউ করার জন্য শেষ দিন ১৭ই মে বিকেল ৫ টা। এই নির্ধারিত সময়ের আগেই ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে আবেদন জমা দিতে হবে। তারপর স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের তরফ থেকে অনলাইনে আবেদন করবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলের হেডমাস্টারদের কাছে এই মর্মে নোটিশ গিয়ে পৌঁছেছে।