আসছে বড় চমক! গৃহপ্রবেশ সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়িকা

বড় চমক আসছে স্টার জলসার নতুন সিরিয়াল গৃহপ্রবেশে। এবার এই সিরিয়ালের টিআরপি তুলতে নতুন নায়িকার আবির্ভাব ঘটছে গল্পে। উষসী রায় এবং সুস্মিত মুখার্জি তো ছিলেনই। এবার গল্পে এন্ট্রি নিচ্ছেন নতুন একজন অভিনেত্রী। না, নায়িকার চরিত্রের মুখ বদল হচ্ছে না। কিন্তু নতুন নায়িকার আগমনে গল্পের পারদ যে চড়বে, সেটা নিশ্চিত। জানেন কি এবার কে পা রাখবেন এই সিরিয়ালে?

শুরুর পর থেকেই গৃহপ্রবেশ সিরিয়ালটির টিআরপি তেমন ভালো নয়। সেরা দশের মধ্যে প্রত্যেক সপ্তাহে থাকতে পারলেও বিপরীতে জি বাংলার কোন গোপনে মন ভেসেছেকে টেক্কা দিতে পারছে না এই সিরিয়াল। তাই আপাতত এই সিরিয়ালে কিছু নতুন চমক প্রয়োজন। সেই কারণেই গল্পে আনা হলো মধুপ্রিয়া চৌধুরীকে। তিতলি সিরিয়ালের নায়িকা যাকে তোমাদের রাণী থেকে শুরু করে দুই শালিক সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে এখন, এবার তিনি গৃহপ্রবেশ সিরিয়ালেও অভিনয় করবেন।

 Madhupriya Chowdhury

মধপ্রিয়াকে ঋদ্ধির হবু স্ত্রী ডোনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার হাত ধরেই এবার গল্পের নতুন মোড় আসবে। তাতে টিআরপিতে কিছু পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। এই সিরিয়ালের হাত ধরেই বহু বছর বাদে আবার টিভির পর্দায় ফিরেছেন উষসী রায়। কিন্তু তার এই কামব্যাক টিআরপিতে বিশেষ প্রভাব ফেলতে পারছে না। মধু প্রিয়া আসার পর টিআরপি উঠবে বলে আশা করছেন দর্শকরা।

আরও পড়ুন : ৮ মাসের অন্তঃসত্ত্বা, মা হতে চলেছেন তেঁতুল পাতার এই অভিনেত্রী! দিলেন সুখবর

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

উল্লেখ্য, তিতলি ধারাবাহিকে নায়িকার ভূমিকাতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন মধপ্রিয়া। এখানে মুক এবং বধির নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তারপর থেকে ক্রমাগত তাকে পার্শ্ব চরিত্রে কাস্ট করা হচ্ছে। এর একটি অন্যতম বড় কারণ তার বাড়তি ওজন। তবে অভিনয়ের নিরিখে মধুপ্রিয়া নায়িকাদেরও হার মানাতে পারেন। তারই প্রমাণ দিতে এবার গৃহপ্রবেশ সিরিয়ালে পা রাখতে চলেছেন তিনি।