১৪ বছর পর আবার ফিরছে জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মা’ এর সিজন ২। তবে এবার আর স্টার জলসায় নয়, ‘মা’ সিরিয়ালের দ্বিতীয় পার্ট মুক্তি পাবে জি বাংলায় । সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রোডাকশন হাউস জি বাংলায় ‘আনছে নতুন সিরিয়াল ‘দুগ্গামণি’। যে সিরিয়ালটিকে মা’ সিরিয়ালের পার্ট টু বলছেন দর্শকরা।
জি বাংলার এই নতুন সিরিয়াল স্টার জলসার জনপ্রিয় ‘মা’ সিরিয়ালের মতই একটি শিশুকেন্দ্রিক সিরিয়াল। গল্পের প্লট অনুসারে খুব ছোট বয়সে দুগ্গামণি তার মায়ের থেকে আলাদা হয়ে যায় এবং একটি আশ্রমে আশ্রয় পায়। আসামের মালিক সেই তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। তখন সে পালিয়ে কুমোরপাড়ায় আশ্রয় নেয়।
এরপর দুগ্গামণি সেখানেই বড় হয় এবং বড় হয়ে সে তার মাকে খুঁজতে বের হয়। এই সিরিয়ালের গল্পের সঙ্গে স্টার জলসার মা সিরিয়ালের গল্পের অনেক মিল রয়েছে। ছোট্ট দুগ্গামণির ভূমিকায় অভিনয় করবে ৪ বছরের ছোট্ট অভিনেত্রী কৌশিকী বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই এই সিরিয়ালটির সম্প্রচার শুরু হবে জি বাংলার পর্দায়।
আরও পড়ুন : আসছে স্টার জলসার নতুন সিরিয়াল চিরসখা! রইল প্রোমো
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! অনেক দিন পর ফের ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা
এই সিরিয়ালের হাত ধরেই বহু সময় বাদে আবার বাংলা টেলিভিশনের পর্দায় শিশু কেন্দ্রিক কোনও সিরিয়াল দেখানো হবে। জি বাংলাতে শিশু কেন্দ্রিক শেষ সিরিয়ালটি ছিল বোধিসত্ত্বের বোধবুদ্ধি। আবারও দর্শকদের টিভির সামনে বেঁধে রাখতে এবং টিআরপিতে ছক্কা হাঁকাতে আসছে মা পার্ট টু ‘দুগ্গামণি’।