জুলাই মাসের শুরুতেই কমলো LPG এর দাম। প্রত্যেক মাসের মতন এই মাসে শুরুতেও রান্না এবং বাণিজ্যিক গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। তবে এতে গৃহস্থের পকেটের টান কমলো কি? রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়নি বিগত বেশ কয়েক মাসে। রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডারের দাম কমুক, এমনটাই চাইছিলেন সাধারণ মানুষ। অন্যদিকে রেস্টুরেন্টের মালিকরা বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার আশায় রয়েছেন। কাদের মুখে হাসি ফুটলো আজ? জুলাই মাসে গ্যাসের দাম কত হলো?
বাণিজ্যিক গ্যাসের দাম কত হলো?
OMC এর তরফ থেকে জানানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম জুলাই মাসে ৫৮.৫০ টাকা কমানো হয়েছে। জুলাই মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে আরো কিছুটা কম খরচে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনবেন রেস্টুরেন্টের মালিকগ্রাম।
বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কোথায় কত?
দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬৬৫ টাকা। আগের মাসে দাম ছিল ১৭২৩.৫০ টাকা। কলকাতায় ১৮২৬ টাকা থেকে কমে ১৭৬৯ টাকা, চেন্নাইতে ১৮২৩.৫০ টাকা, মুম্বাইতে ১৬১৬ টাকায় পাওয়া যাচ্ছে বাণিজ্যিক সিলিন্ডার।
আরও পড়ুন : ৩ টি নতুন লোকাল ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে! সোনায় সোহাগা যাত্রীরা
আরও পড়ুন : গ্যাসের দাম থেকে ATM, ১লা জুলাই থেকে বদলাবে একাধিক নিয়ম
রান্নার গ্যাসের দাম কত হলো?
এই মাসে রান্নার গ্যাসের দাম কমানো হয়নি। জুন মাসেও রান্নার এলপিজি গ্যাসের সিলিন্ডার যে দামে কিনেছিলেন, এই মাসেও সেই একই দামে কিনতে হবে। অথচ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম পরপর দুই মাসে কমলো। জুন মাসেও ২৪ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এমনকি বছরের শুরুতে ফেব্রুয়ারি, এপ্রিল এবং মে মাসেও দাম কমানো হয়েছিল। তবে ১৪.২ কেজি রান্নার গ্যাসে সিলিন্ডার ৮৭৯ টাকা দিয়েই কিনতে হবে এই মাসেও।