১লা মে থেকে বদলে যাবে জরুরী এই ৫ টি নিয়ম

এপ্রিল মাসও শেষ। দেখতে দেখতে চলে এলো ২০২৫ এর পঞ্চম মাস মে মাস। নতুন মাসে এক বছর নতুন নিয়ম লাগু হবে দেশজুড়ে। LPG গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়ম, রেলের টিকিট বুকিং থেকে ATM, আরও একাধিক খাতে বেশ কিছু পরিবর্তন এসেছে যা সাধারণের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। তাই মাসের শুরুতেই এক নজরে জেনে নিন কোন কোন খাতে কী কী পরিবর্তন এল এই মে মাসে।

রান্নার গ্যাসের দাম

মাসের শুরুতেই স্বস্তির খবর। এক ধাক্কায় গ্যাসের সিলিন্ডারের দাম কমলো ১৭ টাকা। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম নয়, কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ১৭ টাকা কমে ১৮৫১.৫০ টাকা হয়েছে। দিল্লিতে ১৭৬২ টাকা থেকে কমে গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৭.৫০ টাকা।

BANK

মার্জ হয়ে যাবে গ্রামীণ ব্যাঙ্কগুলো

১লা মে থেকে ১১ টি রাজ্যে চালু হল ‘এক রাজ্য এক আরআরবি’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৪৮ টি গ্রামীণ ব্যাঙ্ককে মার্জ করে ২৮ টি করা হবে। যার ফলে গ্রামীণ এলাকাগুলোতে ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত এবং ডিজিটাল হবে। গ্রাহকবান্ধব পরিষেবাও দেওয়া হবে।

বদলে গেল রেলের টিকিট বুকিংয়ের নিয়ম

১লা মে থেকে ভারতীয় রেলে ওয়েটিং টিকিট শুধু সাধারণ কোচে দেওয়া হবে। স্লিপার বা অন্যান্য শ্রেণীর কামরার জন্য ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গে অগ্রিম টিকিটের বুকিংয়ের সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

ATM

ATM থেকে টাকা তুললে বাড়বে খরচ

এবার থেকে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে লেনদেন প্রতিদিন চার্জ বাড়ানো হল। আগে যেখানে টাকা তুলতে ১৭ টাকা করে খরচ হতো, সেখানে ১লা মে থেকে ১৯ টাকা করে চার্জ দিতে হবে। আর একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য চার্জ ৬ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হল। HDFC, PNB, Indusland Bank তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সম্পর্কিত আপডেট দিয়েছে।

ATF, CNG, PNG এর দামেও এল পরিবর্তন

ATF অর্থাৎ বিমানের জ্বালানি, CNG, PNG এর দামেও আসছে পরিবর্তন। যদিও এইসব জ্বালানির দামে কোথায় কতটা পরিবর্তন হল সেটা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি।