মাত্র ৭ মাসেই বন্ধের মুখে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, জানা গেল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

জল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, অবশেষে সেই জল্পনাতেই সীলমোহর দিলেন লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকের একজন সদস্য। এবার জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় সিরিয়ালটিও খুব তাড়াতাড়ি বন্ধ হতে বসেছে। বিগত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রিতে এমনই এক গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। এতদিনে লক্ষ্মী কাকিমা বন্ধ হওয়ার নিশ্চিত খবর মিলল।

এই বছরটা সিরিয়ালপ্রেমীদের কাছে একের পর এক ঝটকা দিয়েছে স্টার জলসা এবং জি বাংলা। অনভিপ্রেতভাবে খুব কম দিনের মাথায় শেষ হয়ে গিয়েছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। তার বদলে এসেছে নতুন সিরিয়াল। তবে সেগুলোও বা বেশিদিন আর টিকতে পারছে কই? মাধবীলতা, বৌমা একঘর, বোধিসত্তের বোধবুদ্ধি, উড়ন তুবড়ি ইত্যাদি একাধিক ধারাবাহিক এক বছর হওয়ার আগেই বিদায় নিচ্ছে পরপর।

সেই জায়গাই লক্ষ্মী কাকিমা সুপারস্টার তবুও প্রায় ১০ মাস চলেছে। ২০২২ সালের ১৪ই ফেব্রুয়ারি লক্ষ্মী কাকিমা সুপারস্টারের যাত্রা শুরু হয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দেবশঙ্কর হালদার এবং অপরাজিতা জুটির ম্যাজিকে টিআরপিও বেশ ভালই উঠছিল। তবে কাল হয়ে দাঁড়ালো স্টার জলসার পঞ্চমী। পঞ্চমী আসতেই লক্ষ্মী কাকিমাকে রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে জি বাংলাতে রাত ১০.০০টার সময় সম্প্রচারিত হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তবে আর খুব বেশি দিন এই স্লট ধরে রাখতে পারবে না লক্ষ্মী কাকিমা। কারণ খুব তাড়াতাড়ি এবার বিদায় নিতে হচ্ছে লক্ষ্মী কাকিমাকে। আগামী ৩১শে ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শুটিং হতে চলেছে। অর্থাৎ আর মাত্র ২ দিন বাদেই শুটিং সেটকে বিদায় জানাবেন লক্ষ্মী কাকিমার কলাকুশলীরা।

খুব সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তারই মধ্যে গল্প গুটিয়ে ফেলা হবে। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের গল্পটি এক সাধারণ গৃহবধূর সংসার সামনের পাশাপাশি মুদিখানার দোকান চালানোর গল্প নিয়ে শুরু হয়েছিল। এই স্বপ্নপূরণে লক্ষ্মী কাকিমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তার ছোট বৌমা হংসিনী।

অপরাজিতা আঢ্যের অনস্ক্রিন বৌমার চরিত্রে অভিনয় করেছিলেন শার্লি মোদক। লক্ষ্মী কাকিমা শেষ হয়ে গেলে রাত ১০.০০টার স্লটে আনা হতে পারে কোনও নতুন সিরিয়ালকে। কিংবা হয়তো জি বাংলাতে প্রাইম স্লট দখল করে থাকা কোনও সিরিয়ালকেও সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এই স্লটে। চ্যানেলের তরফ থেকে এখনও জানানো হয়নি কিছু।