যোগ্যতা সত্ত্বেও মেলেনি কাজ! ২০ বছর পর টলিউডের বিরুদ্ধে মুখ খুললেন লকেট চ্যাটার্জী

Unknown Facts About Locket Chatterjee : লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল নায়িকাদের মধ্যে লকেটের নাম হয়তো নেওয়া যায় না কিন্তু তিনি টলিউড (Tollywood) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর একটানা কাজ করেছেন। মুখ্য চরিত্র তেমন ভাবে অভিনয় না করলেও পার্শ্বচরিত্রে বহু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় করেছিলেন লকেট। কিন্তু এতকিছুর পরেও কেন তিনি বেশিদিন টিকে থাকলেন না টলিউডে?

লকেট যে কোন অভিনেত্রীদের তুলনায় সুন্দরী ছিলেন এবং অভিনয় দক্ষতাও নেহাত মন্দ ছিল না। ঋতুপর্ণা সেনগুপ্ত বা সমসাময়িক যে কোন অভিনেত্রী যখন একের পর এক লিড চরিত্রে অভিনয় করছেন তখন তিনি কেন হঠাৎ করে অভিনয় জগত থেকে হারিয়ে গেলেন? নিজের জীবনের সমস্ত লুকিয়ে রাখা কথা লকেট বলেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত “অপুর সংসার” নামক জনপ্রিয় টক শোতে।

Locket Chatterjee

অনুষ্ঠানে যখন শাশ্বত চট্টোপাধ্যায় লকেটকে বলেন, স্টারডম থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন লকেট? উত্তরে লকেট বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে “স্নেহের প্রতিদান”, “মানুষ অমানুষ” সহ বেশ কয়েকটি সিনেমায় দ্বিতীয় লিড করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময় পরিচালকদের প্রথম পছন্দ ছিল প্রসেনজিৎ,ঋতুপর্ণা রচনার মত অভিনেতা-অভিনেত্রীরা।

লকেট বলেন, জনতার চাহিদা অনুযায়ী রচনা বা ঋতুপর্ণাদের মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হতো। কখনো দ্বিতীয় লিড বা কখনো নায়ক নায়িকার বোনের চরিত্রে অভিনয় করতে হতো লকেটের মত অভিনেত্রীদের। একটা সময় ছিল, যখন টলিউড ইন্ডাস্ট্রি গতানুগতিক অভিনেতা-অভিনেত্রী বা একই রকম সিনেমা তৈরি করতে অভ্যস্ত ছিল তখন নতুন কিছু নিয়ে পরিকল্পনা করার সাহস দেখাতেন না কেউ।

লকেটের কথায়, ২০০৭ সালে “ছ- এ ছুটি”, সিনেমায় তিনি ফের অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। ২০০৭ সাল থেকে মোটামুটি নায়ক নায়িকা নয় বরং চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া শুরু হলো। সেই সময় থেকে লকেট ভীষণ বেছে বেছে সিনেমা করতেন এবং তিনি বেশ সাফল্যও পেয়েছিলেন। তবে তার এই সাফল্য হয়তো অনেক আগে আসতে পারতো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির গতানুগতিক মানসিকতা অনেক অভিনেতা অভিনেত্রীর যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের জনপ্রিয় হওয়ার সুযোগ করে দেয়নি।

আরও পড়ুন : একবার-দুবার নয়, বিয়েতে হ্যাটট্রিক করেছেন এই ৫ টলিউড নায়িকা

Locket Chatterjee

আরও পড়ুন : হিরো হওয়ার জন্য তৈরি! কত বড় হয়েছে ঋতুপর্ণার ছেলে? দেখুন ছবি

প্রসঙ্গত, ২০১৫ সালে বিজেপি দল যোগদান এবং পরবর্তী সময়ে ২০১৬ সালে ভোটে জয়ী হয়ে বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। তিনি বর্তমানে বিজেপির একজন সক্রিয় দলীয় কর্মী।