এপ্রিল মাস মানেই বাঙালির কাছে নববর্ষের মাস। এই মাস থেকেই বলতে গেলে বাঙালির বারো মাসে তেরো পার্বণের শুরু। একগুচ্ছ নতুন সিনেমা মুক্তি পাবে এই মাসে। তাই নববর্ষের ছুটির আনন্দ হবে জমজমাট। বাংলা নববর্ষে কোন কোন বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছে? দেখে নিন এক নজরে।
কিলবিল সোসাইটি : সৃজিত মুখার্জির এই সিনেমাটিকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। পরমব্রত চ্যাটার্জি এবং কৌশানি মুখোপাধ্যায়কে নিয়ে এই থ্রিলার গল্প দর্শকরা যে উপভোগ করবেন সেটা ট্রেলার থেকেই স্পষ্ট হয়েছে।
View this post on Instagram
পুরাতন : এই সিনেমার হাত ধরে বহু বছর পর আবার টলিউডে ফিরেছেন শর্মিলা ঠাকুর। এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন শর্মিলার মেয়ের চরিত্রে। মা এবং মেয়ের একটা দারুন জমজমাট গল্প দেখতে মিস করবেন না পুরাতন।
আরও পড়ুন : এপ্রিল মাসে মুক্তি পাবে কোন কোন সিনেমা? প্রকাশ্যে এল তালিকা
View this post on Instagram
আরও পড়ুন : ২০২৫ এ মুক্তি পাবে হলিউডের এই ১০ মাস্টারপিস সিনেমা
শ্রীমান ভার্সেস শ্রীমতি : গত বছর সন্তান সিনেমা রিলিজের পর দর্শকদের কাঁদিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাংলা বছরের শুরুতেই শ্রীমান ভার্সেস শ্রীমতি সিনেমা দিয়ে তিনি দর্শকদের প্রাণ খুলে হাসাতে চান। অঞ্জন দত্ত, মধুমিতা সরকার, অঞ্জনা বসুদের মত তারকারাও থাকবেন এই সিনেমায়।