সালটা ছিল ১৯৬৬। এই বছরই ভারত প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিল। সেই বছর রিতা ফারিয়া হয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা ‘মিস ওয়ার্ল্ড’। তারপর থেকে একের পর এক ১০ জন ভারতীয় সুন্দরী (Miss India, Miss Universe, Miss World, Miss Earth,) আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছেন। ভারত মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এবং মিস আর্থ বিভাগে প্রতিযোগিতায় জিতেছে। যারা ভারতকে এই খেতাব এনে দিয়েছেন সেই সুন্দরীরা আজ কোথায়? কী করছেন? কিভাবে কাটছে তাদের দিন? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
রিতা ফারিয়া (Rita Faria) : ভারতীয় বিশ্ব সুন্দরী তালিকায় প্রথমেই নাম আসে তার। তিনি প্রথমে মিস বোম্বে প্রতিযোগিতায় জিতেছিলেন। এরপর ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিলেও ইয়াসমিন দাজির কাছে হেরে গিয়েছিলেন। এরপর সরাসরি ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। ১৯৭১ সালে রিতা এন্ডোক্রাইনোলজিস্ট ডেভিড পাওয়েলকে বিয়ে করেন এবং দুই কন্যা ডিয়েরড্রে ও অ্যান মারির জন্মের পর পরিবারের সঙ্গে আয়ারল্যান্ডের ডাবলিনে চলে যান।
সুস্মিতা সেন (Susmita Sen) : সুস্মিতা সেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে মিস ইউনিভার্স খেতাব জয় করেছিলেন। ১৯৯৪ সালে তার মাথায় এই মুকুট ওঠে। প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর তিনি বলিউডে প্রচুর ছবিতে অভিনয় করার সুযোগ পান। একসময় চুটিয়ে অভিনয় করলেও মাঝে বেশ কয়েক বছর তিনি ব্রেক নিয়ে নেন। সুস্মিতা সেন আবার ওয়েব সিরিজ ‘আরিয়া’তে কাম ব্যাক করেন।
ঐশ্বর্য রাই (Aishwarya Rai) : ঐশ্বর্য রাই এবং সুস্মিতা সেন একই বছরে ২টি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। ১৯৯৪ সালে ঐশ্বর্য মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। সুস্মিতার মত ঐশ্বর্যের সামনেও বলিউডের দরজা খুলে যায়। ২০০৭ সালে তিনি অভিষেক বচ্চনকে বিয়ে করেন। বিয়ের পর ছবির সংখ্যা কমলেও এখনও অভিনয়ের ধারা তিনি বজায় রেখেছেন।
ডায়ানা হেইডেন (Diana Hayden) : ১৯৯৭ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছিলেন তিনি। এবার বলিউডে পা রাখার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। বিগ বস সিজন ২তে তাকে দেখা গিয়েছিল। ডায়ানা এরপর ২০১৩ সালে লাস ভেগাসের কান্ট্রি ক্লাবে আমেরিকার ব্যবসায়ী কলিং ডিককে বিয়ে করেন এবং বর্তমানে তিন সন্তানকে নিয়ে পারিবারিক জীবন উপভোগ করছেন তিনি।
যুক্তা মুখী (Yukta Mookhey) : ১৯৯৯ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন যুক্তা মুখী। এরপর অন্যদের মতো তিনিও বলিউডে ভাগ্য পরীক্ষা করতে আসেন। তবে বলিউড তাকে সেভাবে গ্রহণ করেনি। ২০০৮ সালে নিউইয়র্কের ব্যবসায়ী প্রিন্স তুলিকে বিয়ে করেন তিনি। তবে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৯ সালে যুক্তাকে ফের ‘গুডনিউজ’ ছবিতে অভিনয় করতে দেখা যায়।
লারা দত্ত (Lara Dutta) : সুস্মিতার পর লারা দত্ত দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে মিস ইউনিভার্স খেতাব জয় করেছিলেন। ২০০০ সালে তার মাথায় এই মুকুট ওঠে। এরপর তিনি বলিউডে অংশ নেন। বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পরে টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেন। লারা সম্প্রতি অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন। তার লুক নিয়ে বেশ চর্চা হয়েছিল।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : লারা দত্ত যে বছর মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া সেই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড হওয়ার পর বলিউডের দরজা খুলে যায় তার জন্য। আজ হলিউড-বলিউড কাঁপিয়ে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
নিকোল ফারিয়া (Nicole Faria) : এ পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে মিস আর্থের খেতাব শুধু একজন ভারতীয় নারী জয় করতে পেরেছেন। তিনি হলেন নিকোল ফারিয়া। ২০১০ সালে তিনি জয়লাভ করেছিলেন। এরপর অন্যদের দেখাদেখি বলিউড ছবিতে প্রবেশ করেন। ‘ইয়ারিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে তিনি রোহন পাওয়ারকে বিয়ে করেন।
মানুষি ছিল্লার (Manushi Chhillar) : মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ী হয়ে ভারতের জন্য ২০১৭ সালে খেতাব এনে দেন মানুষি। এরইমধ্যে তিনি বলিউডে ডেবিউ করেছেন। শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে ‘পৃথ্বীরাজ’ ছবিতে তাকে দেখা যাবে।
হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu) : সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জয়ের ২১ বছর পর হরনাজ ফের একবার ভারতকে মিস ইউনিভার্সের মুকুট এনে দেন। যদিও খেতাব জয়ের আগেই দুটি পাঞ্জাবি ছবিতে তিনি অভিনয় করেছেন।