শুধু সালমান নন, লরেন্স বিষ্ণৌয়ের হিটলিস্টে এই তারকারাও আছেন

শুধু সালমান খান নন, লরেন্স বিষ্ণৌয়ের (Lawrence Bishnoi) হিটলিস্টে নাম আছে আরও বড় বড় তারকার। বিষ্ণৌয়ের গ্যাং রীতিমত খুন করার লম্বা লিস্ট বানিয়ে রেখেছে। যার মধ্যে অনেক রাজনীতিবিদ থেকে শুরু করে কৌতুক অভিনেতার নামও আছে। মোট ৭০০ শুটার আছে তাদের দলে। যাদের দিয়ে মাদক পাচার, চোরা কারবার থেকে সুপারি কিলিং, তোলাবাজি চালায় লরেন্সরা। এদের নজরে ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে বলিউড তারকা সবাই রয়েছেন। ৯০ এর দশকে দাউদ ইব্রাহিম যেভাবে বলিউডে কব্জা করেছিল, লরেন্স বিষ্ণৌইয়ের দলও বলিউডকে টার্গেট করতে চাইছে একইভাবে। কাদের উপর ঝুলছে মরণের খাঁড়া? তালিকায় প্রথমেই নাম রয়েছে,

১. সালমান খান (Salman Khan) : একবার নয়, দুবার নয়, সালমানের উপর বহুবার হামলা চালিয়েছে এই দলটি বলে অভিযোগ। ১৯৯৮ সালে ছবির শুটিং করতে গিয়ে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সালমান। যে কারণে বিষ্ণৌই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগে। সেই কারণেই তাকে হত্যার সুযোগ খুঁজছে কুখ্যাত এই গ্যাং। ২০১৮ সালে সালমানের বাড়ির বাইরে রেকি করেছিল সম্পথ নেহেরা নামের এক সুপারি কিলার। ২০২৩ সালে সালমানের বান্দ্রার বাড়ির বাইরে বাইকে করে এসে গুলি চালায় কিছু দুষ্কৃতী। তবে কোনও মতে রক্ষা পেয়েছিলেন সালমান। কিন্তু বাবা সিদ্দিকীকে হত্যার পর লরেন্সের দল খোলাখুলি সালমানকে হত্যার হুমকি দিয়েছে আবার। শুধু সালমানকে নয়, সালমানের সঙ্গে যারা আছেন তাদেরও হুমকি দেওয়া হয়েছে।

Zeeshan Baba Siddique

২. জিশান (Zeeshan Baba Siddique) : বাবা সিদ্দিকীর পাশাপাশি তার ছেলে জিশানকেও হত্যা করার পরিকল্পনা করছে লরেন্সের দল। মহারাষ্ট্রের রাজনীতিবিদ তথা বিধায়ক জিশানের উপরেও এই দুষ্কৃতি দলের নজর রয়েছে বলে অভিযোগ। সিদ্দিকীর খুনে অভিযুক্ত ধর্মরাজ কাশ্যপ এবং গুরমাইল সিংহ পুলিশকে সেই কথা জানিয়েও দিয়েছে। তাই জিশানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

৩. শগনপ্রীত সিং ‍:সিধু মুসেওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিংকেও হত্যার পরিকল্পনা করেছে লরেন্সের দল। কারণ তিনি নাকি লরেন্সের ঘনিষ্ঠ সহযোগী ভিকি মিডুখেরার হত্যাকারীদের আশ্রয় দিয়েছিলেন। ২০২১ সালের এই হত্যাকাণ্ডের জেরে শগনপ্রীত সিং রয়েছেন বিষ্ণৌইদের টার্গেট লিস্টে।

Munawar Faruqui

আরও পড়ুন : মুম্বাইয়ের ত্রাস! জেলে বসেও লরেন্স বিষ্ণৌইয়ের কীর্তিকলাপ শুনলে শিউরে উঠবেন

৪. মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui) : লরেন্সের দল একবার মুনাওয়ারেরও পিছু নিয়েছিল। দিল্লী পর্যন্ত তাকে অনুসরণ করা হয়েছিল। এই বছরের সেপ্টেম্বর মাসে দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুনাওয়ার। তিনি যে বিমানের টিকিট কেটেছিলেন ওই একই বিমানের টিকিট কাটে দুই দুষ্কৃতী। তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলেরই আরেকটি ঘর ভাড়া করেছিল তারা। কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনা তাদের সফল হয়নি। তারা কার্যসিদ্ধি করার আগেই সব জানাজানি হয়ে যায়। গোয়েন্দা সংস্থার তৎপরতায় মুনাওয়ারের নিরাপত্তা বাড়ানো হয়। মুনাওয়ারকে হত্যা করে মুম্বাইতে ডন হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে চায় লরেন্স, এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। ‌

আরও পড়ুন : লরেন্স বিষ্ণোই কে? কেন সালমান খানকে হত্যা করতে চায় বিষ্ণোই গ্যাং?

৫. কৌশল চৌধরী : বিষ্ণৌইয়ের প্রতিদ্বন্দ্বী কুখ্যাত বাম্বিহা দলের সদস্য কৌশল মিডুখেরার খুনিদের অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ। কৌশলের ঘনিষ্ঠ বন্ধু অমিত ডাগরও নাকি জড়িত ছিলেন খুনে। তাই তাদের দুজনকেই হিটলিস্টে রেখেছে বিষ্ণৌইয়েয়ের দল।