পরিচিত দাদার হাতেই যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন ‘লাফটারসেন’ নিরঞ্জন

সোশ্যাল মিডিয়াতে সকলে তাকে ‘লাফটারসেন’ (Laughtersane) এর নামে চেনেন। আবার কারো কারো কাছে তিনি পরিচিত ‘বাবেশ’ হিসেবে। আদতে তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যিনি সমাজের নানা ঘটনা কৌতুকের আকারে ভিডিও মারফত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। এহেন নিরঞ্জন মন্ডল (Niranjan Mondal) ওরফে ‘লাফটারসেন’ও যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তার ছোটবেলায়।

কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন নিরঞ্জন। নির্যাতিতার বিচার এবং মেয়েদের নিরাপত্তা চেয়ে তিনি পথেও নেমেছেন। সেই সঙ্গে শেয়ার করেছেন অতীতে তার সঙ্গে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা। জানিয়েছেন কীভাবে নিজেরই পরিচিত এক দাদার কাছে তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন ছোটবেলায়।

Laughtersane

নিরঞ্জন জোশ টকসে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা যে সমাজে বাস করি সেখানে একটা ধারণা আছে পুরুষ মানেই আপনাকে সিংহ হতেই হবে। যেখানে আমাদের সংবিধান সমকামকে মেনে নিয়েছে সেখানে সমাজের কাছে এটা আজও পাপ। সমকামী হওয়া পাপ। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের পাশের বাড়িতে এক অবাঙালি দাদা থাকত। ওর কাছে অঙ্ক করতে যেতাম। ওই দাদা কিছুদিন পর আমার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে। আমি তখন এত ছোট ছিলাম যে এত কিছু বুঝতাম না। খালি ভাবতাম ভগবান শাস্তি দেবে।”

সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত লাফটারসেন আদতে সমকামী। বাইরে থেকে পুরুষ হলেও তিনি পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন। স্বাভাবিকভাবেই এর জন্য তাকে বহু কটাক্ষ হজম করতে হয়েছে। কৈশোরে তাকে যৌন নিগ্রহ করা হয়। কিন্তু দিন বদলাচ্ছে, বদলাচ্ছে সময়। সেই সঙ্গে বদলে যাচ্ছে মানুষের চিন্তাধারা। এখন সমকামিতা কোনো অপরাধ বা শারীরিক সমস্যা নয় তা বুঝতে পারছেন অনেকেই। নারী-পুরুষের বাইরেও যে আলাদা লিঙ্গ পরিচয়ের মানুষের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে তা ধীরে ধীরে স্বীকার করছে সমাজ।

আরও পড়ুন : রাস্তায় হেনস্থার শিকার টলিউড নায়িকা! ফের তোলপাড় কলকাতা

Laughtersane

আরও পড়ুন : শারীরিক নিগ্রহের শিকার অভিনেত্রী মিশমি দাস ও তার মা

নিরঞ্জন তাই এখন নিজের শর্তে বাঁচেন। তার এক উভকামী পুরুষ সঙ্গীও ছিলেন। কিন্তু সামনেই তার বিয়ে। যাকে ভালবেসেছেন নিরঞ্জন, কিছুদিন পরই তার বিয়ে হবে এমনটা জানতে পেরেছেন। বর্তমানে তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়াতে নারী-পুরুষ নির্বিশেষে তার অনেক ফ্যান-ফলোয়ার্স রয়েছে।