স্টার জলসার (Star Jalsha) ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) ধারাবাহিকের দেবিনাকে দু’চোখে সহ্য করতে পারেননা দর্শকরা। তবে ধারাবাহিকপ্রেমীদের কাছে তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। অভিনেত্রী একের পর এক ধারাবাহিকে নিজের দক্ষতার পরিচয় রেখেছেন। দেবিনার আসল নাম, পরিচয় জানতে ইচ্ছুক সকলেই। আপনিও কি দেবিনাকে চিনে নিতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনে চিনে নিন অভিনেত্রীকে।
দেবিনার আসল নাম কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)। তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন। অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতা এবং পড়াশোনার প্রতি আগ্রহও ছিল তার। টলিউডের এই অভিনেত্রী ইতিহাস বিষয় নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। অভিনয়ের প্রতি তার প্যাশন থেকে তিনি আজ দক্ষ অভিনেত্রী হতে পেরেছেন।
টেলিভিশনে সান বাংলার ‘সীমানা পেরিয়ে’র হাত ধরে কুয়াশার যাত্রা শুরু হয়। ৭০ এর মুক্তিযুদ্ধের উপর একটি স্পাইথ্রিলারধর্মী কাহিনী ছিল এই ধারাবাহিকের প্লট। ধারাবাহিকে ‘পদ্মা’ নামের একটি চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে মন জিতে নিয়েছিলেন কুয়াশা। তার চরিত্রটি ছিল বহুস্তরীয়। প্রথমবার ক্যামেরার সামনে আসার সুযোগ পেলেও তার অভিনয় দক্ষতা মন ছুঁয়ে যায়।
প্রথম ধারাবাহিকে নিজের দক্ষতা প্রমাণ করার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। স্টার জলসার একের পর এক ধারাবাহিকে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘কি করে বলবো তোমায়’, ‘এখানে আকাশ নীল’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘ফেলনা’ থেকে বর্তমানে ‘আয় তবে সহচরী’, বিভিন্ন ধারাবাহিকে আলাদা আলাদা স্বাদের চরিত্র পেয়েছেন কুয়াশা। কিন্তু তিনি সব চরিত্রই সাবলীলভাবে পর্দার সামনে উপস্থাপন করেছেন যাতে দর্শকরা একাত্মবোধ করতে পারেন।
‘সীমানা পেরিয়ে’তে পিরিয়ড চরিত্রে, ‘মহাপীঠ তারাপীঠ’ এ দেবী অন্নপূর্ণা হয়ে পৌরাণিক চরিত্রে মানানসই অভিনয় করেছিলেন। ‘এখানে আকাশ নীল’-এ প্রথমবার ধূসর চরিত্রে দেখা যায় তাকে। এরপর ‘ফেলনা’তেও অত্যাচারী মায়ের ভূমিকায় নজর কেড়েছিলেন। এখন দেবিনা হয়ে কনীনিকার জীবন অতিষ্ঠ করে তুলেছেন! তবে শুধু ধারাবাহিক নয়, কুয়াশা ‘ক্লাসরুম’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। কেরিয়ার হিসেবে অভিনয় ছাড়া জীবনে আর কোনও অপশন তিনি রাখেননি। এখন অভিনয়ই তার একমাত্র ধ্যান-জ্ঞান।